Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:১৪, ১ এপ্রিল ২০২১
আপডেট: ২১:১৯, ১ এপ্রিল ২০২১

টাকা দিয়ে ভোট কিনছেন সায়ন্তিকা!

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এ বছর বাঁকুড়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে লড়ছেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল থেকে এই কেন্দ্র ভোট গ্রহণ শুরু হয়েছে। এদিন সকালে ভোট ‍শুরুর আগে স্থানীয় একটি মন্দিরে গিয়ে পুজো দেন নায়িকা। সেখানে দুঃস্থ মানুষদের মধ্যে অর্থ সাহায্যও দেন।

এই ঘটনাকে কেন্দ্র করে প্রধান বিরোধী দল বিজেপির অভিযোগ, সায়ন্তিকা টাকা দিয়ে ভোট কিনছেন। তিনি নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন। এ বিষয়ে বাঁকুড়ার নির্বাচনী কর্মকর্তা ও নির্বাচন কমিশনের কাছে অভিযোগও জানিয়েছেন গেরুয়া শিবির।

এই অভিযোগের প্রেক্ষিতে সায়ন্তিকার জবাব, ‘মন্দিরে গিয়ে প্রণামী বাক্সে টাকা না দিয়ে সেই টাকা যদি দুঃস্থ মানুষদের হাতে দেই, তাতে সমস্যা কোথায়?’ পাশাপাশি তৃণমূল নেত্রী অভিযোগ করেছেন, তার কেন্দ্রে বেশ কিছু বুথে ইভিএম মেশিন কাজ করছে না। ফলে অনেক ভোটার ফিরে গেছেন। অনেক বলার পরও ব্যবস্থা নেওয়া হয়নি।

সায়ন্তিকা টুইট করে বলেন, ‘চক্রান্ত করে মানুষের সমর্থন, মানুষের ভালোবাসা আটকানো যায় না। আজ সকাল সাড়ে ৭টা থেকে ১১৪, ১১৫, ১১৮, ১১৯ ও ১১৯ বুথগুলোতে বেশ কিছু ইভিএম মেশিন কাজ না করায় আমার প্রচুর মা-বোন ভোট না দিতে পেরে বাড়ি চলে যাচ্ছেন। আমাদের প্রতিটি সেফ বুথে এই ইভিএম সংক্রান্ত সমস্যা হচ্ছে।‘

অন্য একটি টুইটে অভিনেত্রী বলেন, ‘বার বার বলা সত্ত্বেও কেউই বিষয়টিতে কোনো হস্তক্ষেপ করছেন না। তাতেও আমরা ভয় পাই না। যারা ভোট না দিতে পেরে চলে গেছেন, তারা আবার ফিরে আসবেন। দিদির জন্য ফিরে আসবেন, মা মাটি মানুষের জন্য ফিরে আসবেন।‘

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ