Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:৫১, ১ এপ্রিল ২০২১
আপডেট: ১০:০৭, ২ এপ্রিল ২০২১

৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন অভিনেত্রী কীর্তি

কীর্তি কুলহারি

কীর্তি কুলহারি

৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন বলিউড অভিনেত্রী কীর্তি কুলহারি। ১ এপ্রিল ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে অভিনেতা সাহিল সেহগালের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে কীর্তি লিখেছেন, ‘সবাইকে জানানোর জন্য একটি সাধারণ নোট। আমার স্বামী সাহিল ও আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। কাগজে কলমে না হলেও ব্যক্তিগত জীবনে হয়েছি। সঙ্গে ছিলাম এমন কারও বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া আসলেই কঠিন। কারণ কাছের মানুষেরা চান না কেউ আলাদা হোক।’

তিনি আরও লিখেছেন, ‘কারও সঙ্গে না থাকার সিদ্ধান্ত খুবই কষ্টের এবং কষ্ট দেয়। এতটা সহজও নয়। সহজ না হলেও যা হওয়ার তা তো হয়েছেই। যাদের কাছে এটি সত্যিই গুরুত্বপূর্ণ তাদের উদ্দেশ্যে বলছি, আমি ভালো আছি এবং আমার ঘনিষ্ঠজনরাও এটিকে সেভাবেই নেবেন। এ বিষয়ে আর কোনো মন্তব্য করব না।’

২০১৬ সালে সাহিল সেহগালকে বিয়ে করেন কীর্তি কুলহারি। ‘বাসমতি ব্লুস’ সিনেমার মাধ্যমে ২০১৭ সালে সাহিলের রুপালি জগতে অভিষেক হয়।‘পিংক’ সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি পেয়েছেন কীর্তি। 

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ