Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ৩ এপ্রিল ২০২১
আপডেট: ১১:৩৮, ৩ এপ্রিল ২০২১

আইসোলেশনে মৌসুমী

ভাইরাসে বোধহয় এবার থাবা বসালো অভিনেত্রী মৌসুমীর পরিবারে। জনপ্রিয় এই চিত্রনায়িকা হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া অসুস্থ তার একমাত্র ছেলে ফারদিন এবং পুত্রবধু আয়েশাও।

আশঙ্কাজনক ব্যাপার হলো, এই তিনজনের শরীরেই করোনার উপসর্গ রয়েছে। এর মধ্যে মৌসুমীর জ্বর, গলা ব্যথা ও শরীর ব্যথা রয়েছে। তাই আপাতত তারা বাড়িতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আজ শনিবার তাদের প্রত্যেকেরই করোনা পরীক্ষা করানো হবে।

এই তথ্য নিশ্চিত করেছেন মৌসুমীর স্বামী অভিনেতা ওমর সানী। ফেসবুকে দোয়া চেয়ে একসময়ের জনপ্রিয় এই চিত্রনায়ক লিখেছেন, ‘আমার স্ত্রী, ছেলে, নতুন বউমাসহ বাসার অন্যান্য সদস্য এবং প্রিয় কিছু মানুষ অসুস্থ। আপনারা দোয়া করবেন, সবাই যেন সুস্থ হয়ে ওঠে।’

কিন্তু ওমর সানীর কী অবস্থা? অভিনেতা জানান, পরিবারের অন্যদের মতো তিনি অতটা অসুস্থ নন। তবে হঠাৎ সবার শারীরিক অসুস্থতায় তিনি চিন্তিত। নিজেকে তার অসহায় মনে হচ্ছে বলে জানান সম্প্রতি ফিল্ম ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়া এই তারকা।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ