Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৪১, ৪ এপ্রিল ২০২১
আপডেট: ১১:২৩, ৪ এপ্রিল ২০২১

মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মিথিলা

‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০’ প্রতিযোগিতার তকমা জিতলেন তানজিয়া জামান মিথিলা।

শনিবার (৩ এপ্রিল) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে এই সুন্দরীকে মুকুট পরিয়ে দেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।

আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রের হলিউডে ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মিথিলা। মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার প্রধান রফিকুল ইসলাম ডিউক এই তথ্য জানিয়েছেন।

প্রথম রানারআপ হয়েছেন ফারজানা ইয়াসমিন অনন্যা। দ্বিতীয় রানারআপের স্বীকৃতি পেয়েছেন ফারজানা আকতার এ্যানি। এছাড়া বিশেষ যোগ্যতা অনুযায়ী পাঁচটি ভিন্ন বিভাগে মনোনীত হন পাঁচ প্রতিযোগী। তাঁরা হলেন মিস কনজেনিয়ালিটি ফারজানা ইয়াসমিন অনন্যা, মিস শাইনিং স্টার আপোনা চাকমা, মিস ফোটোজেনিক নিদ্রা দে, মিস বডি বিউটিফুল তানজিয়া জামান মিথিলা এবং মিস ট্যালেন্টেড নির্বাচিত হন তৌহিদা তাসনিম তিফা।

গ্র্যান্ড ফিনালেতে বিচারকের আসনে ছিলেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান রহমান খান, মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম, প্রাসাদ বিদাপা (ভারত), মেহরুজ মুনির, আইরিন সমার তিলগার, গৌতম সাহা, রিয়াজ ইসলাম, সারা সুলেমান। বিশেষ বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ