Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:১৭, ৪ এপ্রিল ২০২১
আপডেট: ২০:৪০, ৪ এপ্রিল ২০২১

এবার করোনার কবলে গোবিন্দ

গোবিন্দ

গোবিন্দ

সকালে জানা গিয়েছিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এবার খবর এলো, করোনার কবলে পড়েছেন আরেক অভিনেতা গোবিন্দ।

অভিনেতার স্ত্রী সুনীতা আহুজা জানিয়েছেন, অভিনেতার শরীরে মৃদু উপসর্গ দেখা গিয়েছে। আপাতত নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। 

জানা গেছে, গোবিন্দের পরিবারের অন্যান্য সদস্য এবং কর্মচারীদেরও করোনা পরীক্ষা করানো হয়েছে। তবে তাদের প্রত্যেকেরই ফল নেগেটিভ এসেছে।

মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমকে সুনীতা জানিয়েছেন, রোববারেই করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পান তারা এবং গোবিন্দর ফল পজিটিভ আসে। গোবিন্দ বাড়িতে থাকলেও প্রতিনিয়ত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। 

করোনায় আক্রান্ত অক্ষয় কুমার

এক টুইট বার্তার মাধ্যমে রোববার সকালে করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন অক্ষয় কুমার নিজেই। সেখানে তিনি বলেছেন, তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। প্রয়োজনীয় মেডিক্যাল পরামর্শ নিচ্ছেন তারকা, পাশাপাশি গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে যারা এসেছেন, তাদের সকলে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ