Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:১২, ৫ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:৪৭, ৫ এপ্রিল ২০২১

লকডাউনে বন্ধ থাকছে স্টার সিনেপ্লেক্স

স্টার সিনেপ্লেক্স

স্টার সিনেপ্লেক্স

দেশে করোনার সংক্রমণ রোধে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। যা সোমবার ভোর ৬ টা থেকে শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে বন্ধ থাকছে দেশের প্রথম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স।

সোশ্যাল মিডিয়া পেজে প্রতিষ্ঠানটি জানায়, সরকারের নির্দেশে শপিং মল বন্ধ থাকছে। তাই মাল্টিপ্লেক্সটির তিন আউটলেটও বন্ধ থাকবে। তারা দর্শক ও কর্মচারীদের স্বাস্থ্য নিরাপত্তাকে প্রাধান্য দিচ্ছে।

গত বছর বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে সতর্কতামূলক বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে স্টার সিনেপ্লেক্স কতৃপক্ষ। যথাযথ স্বাস্থ্যবিধি পালন, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান নিশ্চিতকরণ ও দর্শকদের জন্য প্রবেশপথে এবং টিকেট কাউন্টারে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়।

পাশাপাশি নিজেদের স্টাফদের হ্যান্ডগ্লাভস ও মাস্ক ব্যবহারের উদ্যোগ নিয়েছে তারা। এ ছাড়া প্রত্যেক শো শেষে জীবাণুনাশক ব্যবহার করে চেয়ার ও হলরুম পরিষ্কার করা হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ