Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:২৪, ১১ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:৩৯, ১১ এপ্রিল ২০২১

লালন শিল্পী ফরিদা পারভীন করোনায় আক্রান্ত

ফরিদা পারভীন

ফরিদা পারভীন

একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত লালন শিল্পী ফরিদা পারভীন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিল্পীর ছেলে ইমাম জাফর নোমানী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ইমাম জাফর নোমানী বলেন, চারদিন অসুস্থ বোধ করলে ৭ এপ্রিল নমুনা দেয়া হয়। এতে তার করোনার পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তবে মায়ের তেমন কোনো শারীরিক সমস্যা নাই। শুধু কিছুটা শ্বাসকষ্ট রয়েছে।

তিনি আরো বলেন, শ্বাসকষ্ট মাঝেমাঝে কম বেশি হচ্ছে। চিকিৎসকের পরামর্শে বাসাতেই চিকিৎসা চলছে। সবাই মায়ের জন্য দোয়া করবেন।

ফরিদা পারভীন ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানার শাওল গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সংগীত গাইতে শুরু করেন।

পরবর্তীতে ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। সাধক মোকসেদ আলী শাহের কাছে ফরিদা পারভীন লালনসংগীতে তালিম নেন। ১৯৮৭ সালে ফরিদা পারভীন সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পেয়েছেন। ১৯৯৩ সালে সেরা প্লে-ব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ