Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:২৪, ১১ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:২৫, ১১ এপ্রিল ২০২১

করোনা আক্রান্ত খালেদা জিয়ার সুস্থতা কামনায় ন্যান্সি

খালেদা জিয়া ও ন্যান্সি

খালেদা জিয়া ও ন্যান্সি

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।

নিজের ফেসবুক পেজে ন্যান্সি লিখেন, ম্যাডামের অতিদ্রুত সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ পাক সহায়। বাংলার কোটি জনতার দোয়া আপনার সাথে আছে।

শুধু খালেদা জিয়াই নন, তার বাসভবন ফিরোজার অন্তত ৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন রোববার সন্ধ্যায় সাংবাদিকদের এমন তথ্যই জানান। 

ডা. মামুন জানান, খালেদা জিয়ার করোনার কোনো উপসর্গ ছিল না। কিন্তু তার গৃহকর্মী ফাতেমাসহ ৮ জন করোনা আক্রান্ত হওয়ায় খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়।

ডা. মামুন আরও বলেন, খালেদা জিয়ার করোনার কোনো উপসর্গ না থাকলেও পরবর্তীতে অবস্থার অবনতি হলে তার চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে কেবিনের বন্দোবস্ত করে রাখা হয়েছে।

উল্লেখ্য, রোববার (১১ এপ্রিল) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল করোনায় আক্রান্ত হয়েছেন খালেদা জিয়া।

পরে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে খালেদার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ