Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:১৭, ১৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:১৮, ১৪ এপ্রিল ২০২১

জয়া আহসানের নববর্ষ ও রমজানের শুভেচ্ছাবার্তা

সারাদেশ পালন করছে বাংলা নববর্ষ। একই দিন শুরু হয়েছে পবিত্র রমজান। দুই উপলক্ষ মিলিয়ে সবার জন্য ভালো কিছু আশা করছেন অভিনেত্রী জয়া আহসান।

নিজের ভ্যারিফায়েড ফেইসবুক এবং ইন্সটাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেন বুধবার সকালে। সঙ্গে ছিল সংক্ষিপ্ত শুভেচ্ছা বার্তা।

ঢাকা-কলকাতার জনপ্রিয় এ অভিনেত্রী লেখেন, “নববর্ষের শুভেচ্ছা সবাইকে। রমজানের পবিত্রতা নতুন বছরকে স্নিগ্ধ করে তুলুক, প্রশান্তিময় হোক জীবন।”

মন্তব্যের ঘরে জয়াকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।

বর্তমানে এ অভিনেত্রীর হাতে রয়েছে বেশ কিছু চলচ্চিত্র। তাকে সর্বশেষ দেখা গেছে আহমদ ছফার উপন্যাস অবলম্বনে নির্মিত ‘অলাতচক্র’ চলচ্চিত্রে।

গত ৩১ মার্চ জয়া হাতে ওঠে সমালোচকদের বিচারে শ্রেষ্ঠ অভিনেত্রীর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। ‘রবিবার’ ও ‘কণ্ঠ’ ছবিতে অভিনয়ের জন্য এ পুরস্কার পান। ভারতের বেসরকারি পর্যায়ের সবচেয়ে সম্মানজনক এ আসরে সব মিলিয়ে তিনবার সেরার স্বীকৃতি পেলেন তিনি।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ