Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৭, ১৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:৩৮, ১৪ এপ্রিল ২০২১

দ্বিতীয় বিয়ে করলেন সংগীতশিল্পী পুতুল

স্বামী সৈয়দ রেজা আলীর সাথে পুতুল

স্বামী সৈয়দ রেজা আলীর সাথে পুতুল

সংগীতশিল্পী সাজিয়া সুলতানা পুতুল মার্চের ১৪ তারিখেই জানিয়েছিলেন নিজের বিবাহ বিচ্ছেদের কথা। যা দুই বছর আগেই ভেঙে গিয়েছিল। এদিকে এর এক মাস পর জানালেন নতুন বিয়ের খবর।

মঙ্গলবার রাত ১১টার দিকে নিজের ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করে বিয়ের কথা জানান রিয়্যালিটি শো ক্লোজআপ ওয়ান-খ্যাত পুতুল। স্বামীর নাম সৈয়দ রেজা আলী। অস্ট্রেলিয়ায় বেড়ে ওঠা এই ব্যাংকার একজন সংগীত আয়োজকও।

তিনি লেখেন, “বিবাহিত জীবনটা সহজ, এ কথা যে বলে সে হয় অপরিণত, না হয় বোধহীন। কঠিন সমীকরণের বৈবাহিক জীবনকে আমরা নিজেদের সূত্রে সহজ করার চেষ্টা করতে পারি বড়জোর। বাকিটা সৃষ্টিকর্তার কৃপা। জীবনটা উদ্ভট এবং নাটকীয় না হলে আজকের এমন একটা পরিকল্পনাবিহীন দিনে আমাদের এক হবার কোনো কারণ ছিলো না।”

স্বামীর বিস্তারিত পরিচয় জানান এভাবে, “সৈয়দ রেজা আলী আমার গানবন্ধু বহু দিনের। অস্ট্রেলিয়াতে তার বেড়ে ওঠা। সেখানেই ব্যাংকার তিনি। তিনি একজন মিউজিক কম্পোজারও, দুর্দান্ত মেধাবী একজন গিটারিস্ট। তার কম্পোজিশনে সম্প্রতি বেশ কিছু গান গাওয়া হয়েছে। আমাদের গানের বহু বছরের বন্ধুত্বকে নতুন একটা মাত্রা দেয়ার কথা ভাবেন রেজার বাবা-মা। তাদের কাছ থেকে বরাবরই সীমাহীন স্নেহ-ভালোবাসা পেয়েছি। আমাদের দুজনের পরিবারের বড়দের ইচ্ছা অনুসারে একেবারেই ঘরোয়াভাবে শুধুমাত্র পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘণ্টাখানেকের প্রস্তুতিতে বিয়ে! দেশজুড়ে লকডাউনের পূর্বক্ষণে এতোটা আকস্মিকভাবে বিয়ের মতো একটা ঘটনার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না কেউ।”

“শুভকামনা নিজেকে এবং আমার সঙ্গী রেজাকে, বিবাহিত জীবনের দুর্গম পথ পাড়ি দেয়ার মতো বলিষ্ঠ পথিক যেন হয়ে উঠতে পারি। সুরের বন্ধন আত্মার বন্ধনে গিয়েও যেন একইরকম সুরেলা থাকে, যেনো ছন্দ না কাটে। যেনো সুর তাল লয়ের পরিমিতিতে অপূর্ব সংগীত সৃষ্টি করতে পারি সংসার নামের এই রহস্য-দুর্ভেদ্য জায়গাটায়। বন্ধু হিসেবে যেভাবে চিনতাম তাকে, সঙ্গী হিসেবেও সেই চেনাটাই যেন সত্যি হয়।”

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ