Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৩, ১৭ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:৩৪, ১৭ এপ্রিল ২০২১

মানুষটা আমি তার ছেঁড়া: নোবেল

সবসময় যেন আলোচনা-সমালোচনার কেন্দ্রেই অবস্থান গায়ক মাঈনুল আহসান নোবেলের। কয়েকদিন পরপরই বিভিন্ন রকম মন্তব্য, বেফাঁস কথাবার্তা বা কাজের মাধ্যমে সমালোচিত হচ্ছেন। এবারও একই ধারা বজায় রাখলেন নোবেল, সমালোচনা নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

শনিবার (১৭ এপ্রিল) দুপুরে নোবেল এই স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। ব্যক্তি মাঈনুল আহসান নোবেল নামটা আকীকা করে জন্মদাতা পিতা-মাতা রেখেছেন। তবে “নোবেল ম্যান” অথবা আপনাদের আলোচিত-সমালোচিত, ভালোবাসার অথবা ঘৃণিত আজকের এই “সঙ্গীতশিল্পী নোবেল”।

এই নাম অথবা ব্যক্তিত্বের জন্মদাতা; পিতা বলেন, মাতা বলেন, ভাই অথবা বোন যাই বলেন, সব কিন্তু “আপনারা” নিজেরাই। সুতরাং মা-বাপ তুলে গালাগালি, কটুকথা, বেশিকথা যাই বলছেন; আমি ব্যাক্তি নোবেলের বিন্দু মাত্র গায়ে লাগছে না। তাতে আপনি নিজের সন্তানকেই গালাগাল করছেন বলে আমি মনে করি।’

তিনি আরও লিখেন, ‘হ্যাঁ, মানুষটা আমি তার ছেঁড়া। নাহলে কি ১৬৫ টি দেশের ২৫ কোটি বাঙালীর তার ছিড়তে পেরেছি? তবে মুখোমুখি, সামনে এসে ব্যাক্তি নোবেলকে মন্তব্য করার দু:সাহস করার আহ্বান জানাচ্ছি। পরিণতির দায়ভার আমি নিতে পারবোনা। ভালো থাকবেন। অনেক ভালোবাসা। ফি-আমানিল্লাহ্।’

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ