Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৩১, ১৮ এপ্রিল ২০২১
আপডেট: ১২:৩১, ১৮ এপ্রিল ২০২১

করোনায় মারা গেলেন অভিনেতা এস এম মহসীন

গত দুই দিনের ভিতর মারা গেছেন বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল দুই নক্ষত্র 'মিষ্টি মেয়ে' খ্যাত কবরী ও চিত্রনায়ক ওয়াসিম। এরই মধ্যে করোনা প্রাণ কেড়ে নিয়েছে অভিনেতা এস এম মহসীনের (৭৩)। 

রোববার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। অভিনেতা মহসীনের মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করেছেন নাট্যপরিচালক এস এ হক অলিক।

তিনি বলেন, ‘একে একে সব গুণী মানুষগুলো আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। সে যাত্রায় এবার মহসীন ভাই যুক্ত হলেন। আজ বাদ আসর জানাজা শেষে ওনাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে। ’

এর আগে গত ২ এপ্রিল পাবনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং করে বাসায় ফিরেন মহসীন। এরপর থেকেই তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি ঘটলে তাকে বারডেম হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। কিন্তু শেষরক্ষা আর হয়নি।

উল্লেখ্য, এস এম মহসীনের জন্ম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের খাগুটিয়া গ্রামে। প্রায় চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে যাচ্ছেন তিনি। আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ নাটকে এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ নাটকে অভিনয় করেছেন তিনি। পদক্ষেপ নামক নাটকের মধ্য দিয়ে তিনি রেডিও নাটকে আত্মপ্রকাশ করেন।

একই সঙ্গে থিয়েটার দল ড্রামা সার্কলেও অভিনয় করেছেন এই প্রবীণ অভিনেতা। মঞ্চ ও টেলিভিশনের পাশাপাশি এস এম মহসীন বেশকিছু সিনেমায়ও অভিনয় করেছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৬ এপ্রিল) করোনায় মারা গেছেন সিনেমার মিষ্টি মেয়ে কবরী। আর মৃত্যুতে শোকে ভাসছে সিনেপ্রেমীরা। কবরীর মৃত্যর বিষয়ে বিস্তারিত...

কবরীর মৃত্যুশোক কাটিয়ে উঠার আগেই শনিবার (১৭ এপ্রিল) রাতে বিদায় নিয়েছেন চিত্রনায়ক ওয়াসিম। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ