Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:০১, ১৮ এপ্রিল ২০২১
আপডেট: ১৮:০১, ১৮ এপ্রিল ২০২১

করোনার কাছে হার মানলেন শফিউজ্জামান খান লোদী

শফিউজ্জামান খান লোদী

শফিউজ্জামান খান লোদী

করোনাভাইরাসের কাছে হার মানলেন চলচ্চিত্র সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ শফিউজ্জামান খান লোদী। রোববার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে মারা যান তিনি।

জানা গেছে, করোনা পজিটিভ হওয়ার পর প্রথমে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন শফিউজ্জামান খান লোদী। পরে অবস্থার অবনতি হলে উত্তরার জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে ৪ দিন ধরে আইসিইউতে ছিলেন।

শফিউজ্জামান খান লোদী বেতার ও টিভিতে চলচ্চিত্রভিত্তিক অনুষ্ঠান সঞ্চালনা করে আসছিলেন লম্বা সময় ধরে। তিনি চ্যানেল আইয়ে প্রচারিত চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান ‘আমার ছবি’ টানা ১৮ বছর উপস্থাপনা করেছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সদস্য ছিলেন।

বিষয় বৈচিত্র্য এবং ভিন্ন ধরণের পরিকল্পনার কারণে অনুষ্ঠানটি খুব দ্রুত দর্শক প্রিয়তা পায়। ‘আমার ছবি’ বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)সহ বিভিন্ন সংস্থার পুরস্কার অর্জন করে। অনুষ্ঠানটির প্রথম থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা করেছেন শফিউজ্জামান খান লোদী। শামীম আলম দীপেন এর সঙ্গে অনুষ্ঠানটি পরিচালনাও করেন তিনি। ‘আমার ছবি’ অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন এ কে আজাদ।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ