Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২৮, ১৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৯:১৭, ১৯ এপ্রিল ২০২১

করোনাভাইরাসের প্রশংসায় কঙ্গনা রানাওয়াত!

কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা রানাওয়াত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। আলোচনায় থাকা যার নিত্য কাজ। বিস্ফোরক মন্তব্য করে নাজেহাল করতে কাউকেই ছাড়েন না তিনি। এবারও সেই একই কাজ। আর মন্তব্য করলেন বিশ্বব্যাপী তাণ্ডব সৃষ্টিকারী করোনা নিয়ে। 

তবে খারাপ কিছু নয়, করোনার প্রশংসা করলেন এই অভিনেত্রী। ঠিক সেই সময়ে যখন ভারত ব্যস্ত করোনার লাগাম টানতে। সেখানে ২৪ ঘণ্টায় ২ লাখ ৭৩ হাজার ৮১০ জন মানুষ আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন প্রায় ১৭০০ জন।

টুইটারে কঙ্গনা লিখেছেন, তৈরি করা এই ভাইরাসকে মানুষ একে অপরের অর্থনীতি ধ্বংস করতে কাজে লাগিয়েছিল, আজ হয়তো তারা সেটাকে নিয়ে সন্ত্রস্ত। আমার কথার সঙ্গে হয়তো অনেকেই সহমত হবেন, অনেকেই হবেন না। কিন্তু একটা কথা মানতেই হবে যে, এই ভাইরাসটি পৃথিবীকে সারিয়ে তুলছে। মানুষ মারা যাচ্ছে ঠিকই, কিন্তু বাকি সব কিছু সেরে উঠছে।

একই সাথে পৃথিবীর ভালোর জন্য কী কী করতে হবে, সেই উপদেশও দিয়েছেন তিনি। কঙ্গনা লিখেছেন, ১) বছরে আমাদের প্রত্যেককে ৮টি করে গাছ বপন করতে হবে। ২) খরগোশের মতো সন্তান জন্ম দেয়া বন্ধ করতে হবে। ৩) এমন সব প্লাস্টিকের পণ্য যা একবারই ব্যবহার করে নষ্ট করে ফেলতে হয়, সেগুলিকে এড়িয়ে চলুন। ৪) খাবার নষ্ট করবেন না। ৫) আপনার চারপাশের দায়িত্বহীন মানুষদের থেকে সতর্ক হয়ে তাদের দায়িত্ব নিন। কারণ আপনি সাবধানী হলেও তারা বিপদ ডেকে আনতে পারে।

কঙ্গনার এই টুইটে অনেকেই সহমত জানিয়েছেন। তবে নেটাগরিকদের একাংশ বর্তমান পরিস্থিতে কঙ্গনার এমন মন্তব্য নিয়ে আপত্তি জানিয়েছেন।

তারা বলছে, অভিনেত্রীর কাছে সব রকম সুযোগ সুবিধা আছে বলেই এই কঠিন পরিস্থিতেও ‘পৃথিবী সেরে উঠছে’- গোছের কথা খুব সহজেই বলে ফেলছেন তিনি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ