Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৫, ২০ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:৩৮, ২০ এপ্রিল ২০২১

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিত্রনায়ক আলমগীর

বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তার মেয়ে আঁখি আলমগীর। তিনি জানান, বাবাকে গ্রিনলাইন হাসপাতালে রাখা হয়েছে। 

তিনি আরও জানান, গত ১৭ এপ্রিলে বাবার (আলমগীর) করোনাভাইরাস ধরা পড়ে। সেদিনই তাকে চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি করা হয়৷

বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আঁখি আলমগীর। 

এর আগে গত ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন তারকা কিংবদন্তি দম্পতি আলমগীর ও রুনা লায়লা। ভ্যাকসিন নেয়ার সপ্তাহ না পেরোতেই করোনায় আক্রান্ত হলেন আলমগীর। 

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ