Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৮, ২২ এপ্রিল ২০২১
আপডেট: ১৮:০০, ২২ এপ্রিল ২০২১

এলো সালমানের ‘রাধে’ ছবির ট্রেলার (ভিডিও)

`রাধে` ছবির দৃশ্য

`রাধে` ছবির দৃশ্য

বলিউড অভিনেতা সালমান খানের পরবর্তী ছবি ‘রাধে- ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ছবিটির ট্রেলার।

ছবির পটভূমি ভারতের মায়ানগরী মুম্বাই। শহরে মাথা চাড়া দিচ্ছে গুন্ডারাজ। মাদক পাচার ব্যবসায় তরুণ প্রজন্মকে আনা গুন্ডাদের মূল লক্ষ্য। আর এই ব্যবসা রুখতেই এনকাউন্টার স্পেশালিস্ট রাধে তথা সালমানকে দায়িত্ব দিয়েছে ক্রাইম ব্রাঞ্চ। ‘আই উইল ক্লিন দ্য সিটি’, এ প্রতিশ্রুতি তার।

প্রভুদেবা পরিচালিত এই ছবিতে ভিলেন চরিত্রে আছেন রণদীপ হুদা। সালমান ও দিশা পাটানির রসায়ন আলাদা মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। আছেন জ্যাকি শ্রফও।

ঈদুল ফিতর উপলক্ষে ১৩ মে থিয়েটার ও ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই ছবি। করোনা পরিস্থিতি বিবেচনা করে মাল্টি প্ল্যাটফর্ম বেছে নিলেন সালমান।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ