Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:২৪, ২২ এপ্রিল ২০২১
আপডেট: ১২:৪৫, ২৩ এপ্রিল ২০২১

প্রয়োজনে সরকারের উচিত কারফিউ জারি করা: সুবর্ণা মুস্তাফা

সুবর্ণা মুস্তাফা

সুবর্ণা মুস্তাফা

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বাংলাদেশে আক্রান্ত আর মৃত্যু বাড়ছে। সংক্রমণ রোধে চলছে কঠোর লকডাউন। কিন্তু তাতেও ঠেকানো যাচ্ছে না মানুষের চলাচল।

এমন অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারফিউ জারি করা উচিত বলে জানিয়েছেন অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা।

বুধবার ফেসবুক পোস্টে সুবর্ণা মুস্তফা লিখেন, লকডাউন আরও জোরালোভাবে কার্যকর করা উচিত। আমরা এখনো মহামারির ভয়াবহতার মুখোমুখি হইনি, কিন্তু সেদিকেই যাচ্ছি। প্রয়োজনে সরকারের উচিত কারফিউ জারি করা। কারণ জীবন আগে।

উল্লেখ্য, করোনার প্রকোপে বাংলাদেশের বিনোদন জগতের অনেক গুণী শিল্পী মারা গেছেন। যার মধ্যে রয়েছেন, কবরী, মিতা হক, অভিনেতা মহসিনসহ অনেকেই।

তাছাড়া ভাইরাসটি দ্বারা আক্রান্ত হয়ে বর্তমানে অনেকেই চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে আছেন আলমগীর, ফরিদা পারভীন, চয়নিকা চৌধুরীসহ অনেকেই।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ