Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫, ২৪ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:০৫, ২৪ এপ্রিল ২০২১

‘খোঁচা দেইনি, এটাই রূঢ় বাস্তব’

দেব

দেব

করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। এমন পরিস্থিতিতে নিজের সব রাজনৈতিক সভা বাতিলের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের সাংসদ-অভিনেতা দেব।

এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেব লিখেছেন, ‘রাজনৈতিক নেতা না হলে মাস্ক না পরে বাড়ির বাইরে বের হবেন না। (কারণটা আপনারা জানেন)। এবার প্রকৃত অর্থে ‘‘আত্মনির্ভর’’ হওয়ার সময় এসেছে।’

পাশে ব্র্যাকেটে লেখা, ‘খোঁচা দেইনি। এটাই রূঢ় বাস্তব। নিজেই নিজের জীবন বাঁচান।’

পশ্চিমবঙ্গে চলমান বিধানসভা নির্বাচনে রাজনীতিবীদদের অসতর্কতায় আগে থেকেই ক্ষুব্ধ তৃণমূল নেতা দেব। আগেও তাকে বিষয়টি নিয়ে কথা বলতে দেখা গেছে।

মাস্ক ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ অনেকেই দিয়ে থাকেন। তবে একজন রাজনৈতিক নেতা হয়ে প্রচারণা এবং সভা-সমাবেশ নিয়ে তার প্রকাশ্য সমালোচনা ভক্ত এবং ইন্টারনেট ব্যবহারকারীদের প্রশংসা কুড়িয়েছে।

গত ১৬ এপ্রিল ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘মাস্ক ছাড়া বাইরে বের হবেন না। যদি আপনি রাজনীতিবিদ হন, তা হলে অবশ্য আপনি এমনটা করতেই পারেন। একমাত্র এ দেশের নেতারাই ইচ্ছেমতো নিয়ম গড়তে আর ভাঙতে পারেন!’

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ