Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:০৮, ২৬ এপ্রিল ২০২১
আপডেট: ১৫:০৯, ২৬ এপ্রিল ২০২১

৯৩তম অস্কারে সেরা চলচ্চিত্র ‘নোম্যাডল্যান্ড’

ক্লোয়ি ঝাও

ক্লোয়ি ঝাও

করোনা মহামারীর মধ্যেই অনুষ্ঠিত হলো ৯৩তম অস্কার। এবারের আসরে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘নোম্যাডল্যান্ড’। এর মধ্য দিয়ে প্রথম এশীয় এবং দ্বিতীয় নারী হিসেবে সেরা পরিচালকের খেতাব জিতে ইতিহাস গড়লেন চীনের ক্লোয়ি ঝাও।

চলতি বছরের ‘গোল্ডেন গ্লোব’,‘বাফটা’-তেও সেরা পরিচালক হিসেবে সম্মানিত হওয়ার পর অস্কারের দৌড়েও এগিয়ে ছিলেন ক্লোয়ি।

বাংলাদেশ সময় সোমবার (২৬ এপ্রিল) ভোর ৬টায় লস অ্যাঞ্জেলসে বসে ৯৩তম অস্কারের আসর। জমকালো এই আয়োজনে দেখা গেছে তারকাদের সরব উপস্থিতি।

আয়োজনে সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতা নোম্যাডল্যান্ডে ক্লোয়ি ঝাও ষাটোর্ধ্ব এক বিধবা নারীর জীবন সংগ্রামের গল্প তুলে ধরেছেন। চাকরি হারানোর পর কীভাবে মাত্র একটি ভ্যানকে সম্বল করে জীবনযুদ্ধে বিজয়ী হন তিনি, তা নিয়েই এই ছবি। পরিচালনার পাশাপাশি এই ছবির গল্প লেখা, নির্দেশনা ও প্রযোজনার দায়িত্বও সামলেছেন ৩৯ বছরের ক্লোয়ি ঝাও।

অস্কারের ট্রফিটি হাতে তুলে স্বাভাবিকেভাবেই উচ্ছ্বসিত তিনি। মঞ্চ থেকেই নোম্যাডল্যান্ডের সঙ্গে জড়িত প্রতিটি কলাকুশলীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অস্কার বিজয়ী পরিচালক।

৯৩তম অস্কারে অন্যান্য পুরস্কার জিতেছেন যারা- 

সেরা অভিনেতা- অ্যান্টনি হপকিন্স (দ্য ফাদার)।

সেরা অভিনেত্রী: ফ্রান্সিস ম্যাকডোম্যান্ড (নোম্যাডল্যান্ড)

সেরা পরিচালক: ক্লোয়ি ঝাও (নোম্যাডল্যান্ড)

সেরা পার্শ্বচরিত্র (পুরুষ)- ড্যানিয়েল কালুইয়া (জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসাইয়া)।

সেরা পার্শ্বচরিত্র (নারী)- ইউন ইউ-জুং (মিনারি)।

সেরা সিনেমাটোগ্রাফি- ম্যাঙ্ক।

সেরা আন্তর্জাতিক কাহিনিচিত্র- অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক)।

সেরা নিজস্ব চিত্রনাট্য- প্রমিসিং ইয়ং ওম্যান (ইমেরাল্ড ফেনেল)।

সেরা সাহিত্যভিত্তিক চিত্রনাট্য- দ্য ফাদার (ক্রিস্টোফার হ্যাম্পটন এবং ফ্লোরিয়ান জেলার)।

সেরা অ্যানিমেশন চলচ্চিত্র- সোল।

ভিজুয়াল ইফেক্টস- টেনেট।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ