Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬, ২৮ এপ্রিল ২০২১
আপডেট: ১৭:০৩, ২৮ এপ্রিল ২০২১

করোনা সচেতনতায় গান গাইলেন তাহসান খান

তাহসান

তাহসান

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এই সময়ে করোনা সচেতনতায় নতুন গান তৈরী করলেন তারকা শিল্পী তাহসান খান।

‘বন্ধুত্বের পতাকা’ শিরোনামের মিউজিক ভিডিওটি তৈরি করেছে জাপান দূতাবাস। মূলত বাংলাদেশ ও জাপানের মধ্যে দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও করোনা মহামারী প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্যই গানটি তৈরি করা হয়েছে।

তাহসানের নিজের লেখা ও সুরে এ গানটি করোনা মোকাবেলায় জাপানসহ সারাবিশ্ব যেসব নিয়মনীতি মেনে চলছে সে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে। 

এ বিষয়ে তাহসান বলেন, জাপান ও বাংলাদেশের মধ্যেকার দৃঢ় বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে স্মরণীয় করে রাখতে এবং চলমান কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই গানটি করেছি। আমি আশা করব এই গানটি দুটি দেশের বন্ধুত্বকে এগিয়ে নিতে এবং একতাবদ্ধ হয়ে এই পরজীবীর বিরুদ্ধে লড়তে উদ্ধুদ্ধ করবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ