Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:২২, ২৯ এপ্রিল ২০২১
আপডেট: ১৬:০৮, ২৯ এপ্রিল ২০২১

মরণোত্তর দেহ দান করেছেন এস আই টুটুল

এস আই টুটুল

এস আই টুটুল

সব সময় মানবিক কাজের সঙ্গেও যুক্ত থাকেন সংগীতশিল্পী এস আই টুটুল। এবার তিনি আমেরিকায় মরণোত্তর দেহ দান করেছেন।

এস আই টুটুল বলেন, আমি চাই জীবনটাকে মানবকল্যাণে উৎসর্গ করতে। মরার পর দেহের অপ্রয়োজনীয় অংশটুকু দিয়ে একটা সমাধি হলেই চলবে। সেটা আমার পরিবার, ছেলেমেয়েরা দেখবে।

তিনি আরো বলেন, আমি আমার দেহটা দান করে দিয়েছি। যদি আমেরিকায় আমার মৃত্যু হয় তবে আমার চোখ থেকে শুরু করে শরীরের সব প্রয়োজনীয় অংশ তারা নিয়ে যাবে। আর যদি বাংলাদেশে মারা যাই তাহলেও যাতে একই কাজ করা হয় সেটার জন্য উপায় খুঁজছি।

টুটুল জানান, মানুষের জীবনে অনেক না পাওয়া থাকে। অনেক পাওয়াও থাকে। মরে যাওয়ার যে তৃপ্তিটা লাগে সেটা আমার হয়েছে। নিজের অতীত জীবনের গুনাহগুলো যেন মাফ নিয়ে মরতে পারি। আমার আল্লাহ এবং মানুষ যেন আমাকে মাফ করে দেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ