Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:১৯, ২৯ এপ্রিল ২০২১
আপডেট: ২২:২২, ২৯ এপ্রিল ২০২১

করোনায় আক্রান্ত রণধীর কাপুর

রণধীর কাপুর

রণধীর কাপুর

ভারতে করোনা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। দেশটিতে আক্রান্ত এবং মৃত্যু বেড়েই চলেছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন সত্তরের দশকের বলিউড অভিনেতা রণধীর কাপুর।

রণধীর কাপুরকে মুম্বাইয়ের আন্ধেরির কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালটির অন্যতম কর্ণধার ডা.সন্তোষ শেট্টি এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এই বর্ষীয়ান অভিনেতাকে। সেখানেই করোনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।

বর্তমানে রণধীর কাপুরের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৩০ এপ্রিল মারা যান ঋষি কাপুর। চলতি বছরের ফেব্রুয়ারিতে মারা যান রাজীব কাপুর। করোনার প্রকোপে পড়েছেন নীতু কাপুর ও রণবীর কাপুর। তাই বলা যেতেই পারে করোনায় কাপুর পরিবারের সময়টা তেমন ভালো যাচ্ছে  না।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ