Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:০৫, ১ মে ২০২১
আপডেট: ১৫:০৫, ১ মে ২০২১

করোনায় মারা গেলেন বলিউড অভিনেতা বিক্রমজিৎ

বিক্রমজিৎ কনওয়রপাল

বিক্রমজিৎ কনওয়রপাল

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউড অভিনেতা বিক্রমজিৎ কনওয়রপাল। শনিবার মাত্র ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিচালক অশোক পণ্ডিত এক টুইটের মাধ্যমে অভিনেতা বিক্রমজিৎ এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে কোভিডে বিক্রমজিতের মৃত্যুর খবর শুনে আমি শোকাহত। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিলেন। কনওয়রপাল বহু ছবি এবং ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। তার পরিবার এবং কাছের মানুষের প্রতি আমার সমবেদনা।

অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা ২০০৩ সালে অভিনয় জগতে পা রাখেন। মধুর ভান্ডারকার পরিচালিত ‘পেজ থ্রি’ ছবিতে প্রথম অভিনয় করেন বিক্রমজিৎ। এছাড়াও ‘হিরোইন’, ‘গ্র্যান্ড মাস্তি’, ‘হে বেবি’-র মতো ছবিতে কাজ করেছেন তিনি।

শুধু ছবি নয় ছোটপর্দাতেও ‘দিয়া অউর বাতি হম’, ‘দিল হি তো হ্যায়’, অনিল কাপুরের ‘২৪’-এর মতো ধারাবাহিকে নিজের অভিনয়ের ছাপ রেখেছেন তিনি। 

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ