Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:১৩, ১ মে ২০২১
আপডেট: ২৩:২১, ১ মে ২০২১

করোনায় মৃতদের শেষকৃত্য বিনামূল্যে সম্পন্ন করতে সরকারের প্রতি সোনুর অনুরোধ

সোনু সুদ

সোনু সুদ

বলিউড অভিনেতা সোনু সুদ। ছবিতে ভিলেনের চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে তার অন্য রূপ। যখন যেখানে যে বিপদে পড়েছেন বিন্দুমাত্র দ্বিধা না করে তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন সোনু। এবার দেশের মানুষের জন্য সরকারের দ্বারস্থ হয়েছেন তিনি।

আর ভারত সরকারের প্রতি অভিনেতার অনুরোধ হচ্ছে, কোভিড আক্রান্তের শেষকৃত্য বিনামূল্যে সম্পন্ন করার ব্যবস্থা করা। শনিবার এক ভিডিও বার্তায় এমন অনুরোধ জানিয়েছেন সোনু।

সোনু সুদ বলেন, 'হাসপাতালে ভর্তি করানো থেকে শেষকৃত্য পর্যন্ত একজন কোভিড আক্রান্তকে আক্ষরিক অর্থেই লড়াই করতে হচ্ছে। সবার এতটা লড়াইয়ের ক্ষমতা নেই। যিনি পারছেন না মাঝপথেই তাঁর লড়াই থেমে যাচ্ছে।'

সোনুর মতে, মৃত ব্যক্তিটির শেষ কাজটুকু যাতে সুষ্ঠুভাবে হয়, সেখানেও যাতে লড়াই চালাতে না হয় তাঁকে সেই কারণেই এই অনুরোধ।

সোনু বলেন, শনিবার ভোরে তাঁর পরিচিত এক কোভিড রোগীর মৃত্যু হয়। শ্মশানে পৌঁছে দেখা যায় সেখানেও প্রচুর অর্থ দাবি করা হচ্ছে। যা দেওয়ার ক্ষমতা সবার নেই। তা হলে কি শেষসম্মান থেকেও বঞ্চিত থাকবেন কোভিডে মৃত ব্যক্তি?

অভিনেতা বলেন, প্রত্যেক দিন কম করে সাড়ে ৩ হাজার মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন হচ্ছে। প্রতি জনের শেষকৃত্য করতে প্রায় ১৫-১৬ হাজার টাকা দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই খরচ সরকার বহন করলে সবাই শেষ সম্মান পাবেন।

এর জন্য সোনু বিশেষ আইন চালু করারও অনুরোধ রেখেছেন। যার জোরে মৃতের শেষ কাজ করতে পারেন তাঁর আপন জনেরা।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ