Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৭, ৪ মে ২০২১
আপডেট: ২৩:৪১, ৪ মে ২০২১

করোনার কবলে দীপিকা পাডুকোনের পুরো পরিবার

বাবা-মা-বোনের সাথে দীপিকা

বাবা-মা-বোনের সাথে দীপিকা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। দীপিকা একা নন, তার বাবা ব্যাডমিন্টন কিংবদন্তি প্রকাশ পাড়ুকোন, মা উজালা ও বোন অনিশাও এই ভাইরাসটির কবলে পড়েছেন।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, কোভিড-১৯ এ আক্রান্ত দীপিকার পুরো পরিবার। ১০ দিন আগে প্রকাশ, তার স্ত্রী উজ্জ্বলা ও ছোট মেয়ে অনিশার করোনা উপসর্গ দেখা দেয়। পরে পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।

করোনা শনাক্তের পর তাঁরা আইসোলেশনে চলে যান। তবে এক সপ্তাহ পরেও দীপিকার বাবা প্রকাশের জ্বর না কমায় তাকে গত শনিবার বেঙ্গালুরুতে একটি হাসপাতালে ভর্তি করা হয়।

বিশ্ব ব্যাডমিন্টনের অনেক শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রকাশ পাড়ুকোন। ১৯৭০ থেকে ৮০ দশকে যখন ভারতের হয়ে খেলতেন তিনি একজন রোল মডেল হিসেবে পরিচিত ছিলেন। ১৯৮৩ সংস্করণে ব্রোঞ্জ জয়ের পর, পাড়ুকোন প্রথম ভারতীয় যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জিতেছিলেন।

এদিকে ফিল্ম ফেয়ার জানিয়েছে, দীপিকারও করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। তবে দীপিকার টিমের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি। দীপিকাও মা-বোনের সঙ্গে ব্যাঙ্গালুরুর বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।

গত মাসে মুম্বাই থেকে বেঙ্গালুরু যান দীপিকা। সঙ্গে ছিলেন তার স্বামী অভিনেতা রণবীর সিং। মুম্বাইয়ে ১৫ দিনের লকডাউন ঘোষণা করার পর বেঙ্গালুরু যান তারা। কিন্তু বাড়িতে গিয়ে করোনায় আক্রান্ত হলেন দীপিকা।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ