Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ৫ মে ২০২১
আপডেট: ১৩:১৫, ৫ মে ২০২১

প্রথমে টুইটার, পরে হারালেন কাজও

হিংসাত্মক পোস্ট করার জন্য মঙ্গলবার টুইটারে স্থায়ী ভাবে নিষিদ্ধ হয়েছেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার তিনি কাজও হারালেন। ভবিষ্যতে কঙ্গনার সঙ্গে কোনো কাজ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বলিউডের দুই নামী ফ্যাশন ডিজাইনার আনন্দ ভূষণ ও রিমঝিম ডাদু।

এছাড়া অভিনেত্রীর সঙ্গে আগামী বেশ কিছু কাজ বাতিলও করেছেন তারা। এখানেই শেষ নয়, এ পর্যন্ত কঙ্গনার সঙ্গে যে সব কাজ করেছেন আনন্দ ও রিমঝিম, সে সবও নেট মাধ্যম থেকে সরিয়ে ফেলার কথা জানিয়েছেন তারা।

ঘটনার সূত্রপাত পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ফলাফলকে ঘিরে। ২ মে ফলাফল প্রকাশের পর থেকেই একের পর এক পোস্টে ভরে উঠেছে কঙ্গনার টুইটার হ্যান্ডেল। মমতা বন্দ্যোপা‌ধ্যায়কে রাবণের সঙ্গে তুলনা করা থেকে শুরু করে পশ্চিমবাংলাকে কাশ্মীরের সঙ্গে তুলনা। এমনকি এ রাজ্যে তিনি রাষ্ট্রপতি শাসন জারি করার দাবিও জানান কেন্দ্রীয় সরকারের কাছে।

এর পরই চূড়ান্ত পদক্ষেপ নেয় টুইটার কর্তৃপক্ষ। স্থায়ী ভাবে নিষ্ক্রিয় করে দেয়া হয় কঙ্গনার টুইটার হ্যান্ডেল। দিনের পর দিন টুইটারের নিয়মবিধি লঙ্ঘন করার জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন টুইটারের মুখপাত্র। তাদের আশঙ্কা, কঙ্গনার এমন ধারাবাহিক বক্তব্যের ফলে হিংসার উদ্রেক হতে পারে।

মঙ্গলবার বিকাল বেলা একই রকম পদক্ষেপ নেন ভারতের দুই খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার আনন্দ ভূষণ এবং রিমঝিম ডাদুর। দুজনেই তাদের ইনস্টাগ্রামে জানান, আগামী দিনে যে যে প্রকল্পের কথা হয়েছিল কঙ্গনার সঙ্গে, তা বাতিল করা হবে। এর আগে যা যা কাজ তারা করেছেন, সে সব ছবি ও ভিডিও নেটমাধ্যম থেকে তুলে নেয়া হবে।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ