Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:২৪, ৬ মে ২০২১
আপডেট: ১১:৩৯, ৬ মে ২০২১

নতুন লুকে প্রচ্ছদকন্যা বিলি আইলিশ

গত বছর বিশ্বসংগীতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬২তম আসরে অ্যালবাম অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার, সং অব দ্য ইয়ার ও সেরা নতুন সংগীতশিল্পীর পুরস্কার ঘরে তুলেছেন বিলি আইলিশ।

একই বছর আমেরিকান ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদকন্যা হয়েছিলেন বিলি আইলিশ।

এবার তিনি ব্রিটিশ ভোগ ম্যাগাজিনের জুন মাসের প্রচ্ছদকন্যা হয়েছেন। যেখানে একেবারে নতুন রূপে ধরা দিয়েছেন আমেরিকান এই গায়িকা। নিজের সবুজ রঙের চুলকে করে ফেলেছেন সোনালি।

বিলির নতুন এই লুক দেখে রীতিমতো অবাক তার ভক্তরা। অনেকে তো আবার ১৯ বছর বয়সী বিলিকে তুলনা করেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী মেরিনিল মনরোর সঙ্গে।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ