Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৬, ৭ মে ২০২১
আপডেট: ১৭:৫১, ৭ মে ২০২১

করোনা মোকাবিলায় বিরাট-আনুশকার ২ কোটি টাকার অনুদান

বিরাট-আনুশকা

বিরাট-আনুশকা

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ সময় পার করছে ভারত। এমন অবস্থায় দেশটির পাশে দাঁড়িয়েছে বিশ্বের অনেক নেতা। ভারতের অনেক তারকাই এগিয়ে এসেছেন দেশের দুর্দিনে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা।

করোনা মোকাবেলায় ২ কোটি টাকা দান করেছেন এই তারকা দম্পতি। সবমিলিয়ে মোট ৭ কোটি টাকা সাহায্য করার লক্ষ্য নিয়েছেন বলে জানিয়েছেন তারা। 

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এবং ফেসবুকে কোহলি এবং আনুশকা দু’জনেই একই ভিডিও পোস্ট করেছেন। তবে বার্তা আলাদা। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়েছেন তারা। 

কোহলি লিখেছেন, ‘আপনারা সবাই এগিয়ে এসে সাহায্য করলে আমরা কৃতজ্ঞ থাকব। চলুন একসঙ্গে এই লড়াই করি। আশেপাশে যাদের দরকার, তাদের সাহায্যের জন্যে এগিয়ে আসুন।’

আনুশকার বার্তা, ‘কোভিড-১৯ এর বিরুদ্ধে আমাদের গোটা দেশ লড়াই করছে। স্বাস্থ্যকর্মীরা কঠিন পরিস্থিতির মুখোমুখি। মানুষের কষ্ট দেখে আমাদের মন ক্রমশ ভেঙে যাচ্ছে। তাই কোভিড-১৯-এর জন্য অর্থ সাহায্যে বিরাট এবং আমি একটা নতুন উদ্যোগ শুরু করছি।’

ভিডিওতে কোহলি বলেছেন, আমরা ইতিহাসের অন্যতম চরম কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ে আমাদের প্রত্যেককে এক থাকতে হবে এবং যত বেশি সম্ভব মানুষকে সাহায্য করতে হবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ