Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৩, ৭ মে ২০২১
আপডেট: ০০:৩০, ৮ মে ২০২১

শিল্পা শেঠি ছাড়া পরিবারের সবাই করোনায় আক্রান্ত

শিল্পা শেঠির পরিবার

শিল্পা শেঠির পরিবার

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের তালিকা দিন দিন বড় হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির গোটা পরিবার।

অভিনেত্রীর ছেলে-মেয়ে, স্বামীসহ শ্বশুর-শাশুড়িও ভাইরাসটির প্রকোপে পড়েছেন। তবে শিল্পা শেঠির নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পা শেঠি নিজেই। 

টুইটারে এক পোস্টে শিল্পা বলেন, ‘গত ১০ দিন আমাদের পরিবারের কাছে খুবই কঠিন ছিল। আমার শ্বশুর-শাশুড়ি, সামিশা, বিয়ান, আমার মা এবং স্বামী রাজ করোনায় আক্রান্ত। তারা প্রত্যেকেই নিজেদের ঘরে আইসোলেশনে রয়েছেন ডাক্তারের পরামর্শ ও গাইডলাইন মেনে। বাড়ির কর্মচারীদের মধ্যে দু’জন করোনায় আক্রান্ত। তাদেরও চিকিৎসা চলছে। ঈশ্বরের কৃপায় এখন সবাই অনেকটা ভাল আছে। আমার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। প্রোটোকল অনুযায়ী সমস্ত সুরক্ষাবিধি মানা হয়েছে। বৃহন্মুম্বই পুরনিগম ও তার আধিকারিকরা খুব দ্রুত পদক্ষেপ নিয়েছেন এবং সাহায্য করেছেন। এর জন্য কৃতজ্ঞ। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের জন্য প্রার্থনা করবেন প্লিজ।’

উল্লেখ্য, ভারতে গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ১২ হাজার ২৬২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি সংক্রমণ বাড়ছে। বৃহস্পতিবার একদিনে সেখানে ৫৭ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। 

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ