Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৫, ৮ মে ২০২১
আপডেট: ১৩:৫০, ৮ মে ২০২১

করোনায় আক্রান্ত কঙ্গনা

কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা রানাওয়াত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। শুক্রবার (৭ মে) করোনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে। শনিবার (৮) মে ইনস্টাগ্রামে নিজেই তার করোনা আক্রান্তের খবর জানিয়েছেন কঙ্গনা।

সেখানে কঙ্গনা লিখেন, ‘এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন।’

আনন্দবাজার পত্রিকা জানায়, পরীক্ষা কারানোর আগে হালকা জ্বর হয়েছিল কঙ্গনার। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি, সঙ্গে ছিল চোখ জ্বালা। এ কারণে হিমাচলে নিজের বাড়ি যাওয়ার আগে করোনা পরীক্ষা করান। আর তাতেই শরীরে করোনা ধরা পড়ে। এখন তিনি আইসোলেশনে রয়েছেন বলেও জানিয়েছেন।

করোনা আক্রান্তের খবরের পাশাপাশি তিনি আরও জানান, এই ভাইরাসকে ধ্বংস করবেন তিনি। সবাইকে উপদেশ দিয়ে বলেন, ‘এই ভাইরাসকে ক্ষমতাশালী হতে দেবেন না। এর থেকে আপনার শক্তি অনেক বেশি। ভয় পাবেন না। আপনি যদি ভাইরাসকে ভয় পান, তবে আমি অন্য ভয় দেখাব আপনাদের।’

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ