Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ১০ মে ২০২১
আপডেট: ১৩:৪১, ১০ মে ২০২১

অসহায়দের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ করেছেন তিফা

করোনার তান্ডবে দেশব্যাপী গরিব ও স্বল্প আয়ের মানুষের অবস্থা শোচনীয়। তাদের সাহায্যার্থে  বিনোদন জগতের তারকারাও সাধ্যমতো পাশে দাঁড়িয়েছেন। গাজীপুরে ছিন্নমূল মানুষের মাঝে মাসব্যাপী ইফতার এবং মানুষদের করোনা মহামারী মোকাবিলায় বিনামূল্যে মাস্ক বিতরণ করছেন মিস ট্যালেন্টেড খ্যাত তৌহিদা তাসনিম তিফা।

তিনি মুসাফির ইশকুলের সহযোগিতায় গাজীপুরে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ইফতার ও ঈদ উপহার বিতরণ করেন।

সামাজিক দূরত্ব বজায় রেখে এবং যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিয়মিত এই কর্মসূচি পালন করছেন তিফা। ঈদ উপহার বিতরণকালে তিনি বলেন, দুঃস্থ দরিদ্রদের জন্য কিছু করলে আমাকে তৃপ্তি দেয়। এর মধ্যে এক শান্তি এবং সুখের অনুভূতি রয়েছে।

তিনি আরও বলেন, এটি আমার কাছে সেরা অনুভুতির একটি, যখন আপনি বারবার তাদের জন্য কিছু করতে উদ্ভুদ্ধ হোন। আমি সর্বদা শৈশব থেকে সুবিধাবঞ্চিতদের জন্য কিছু করতে চাই। এছাড়াও আমার একটি পেজেন্ট্রি পটভূমি  মিস ইউনিভার্স রয়েছে যা আমাকে সামাজিক কাজে অনুপ্রাণিত করে। 

তাওহিদা তাসনিম তিফা ২০২০ সালে মিস ইউনিভার্স বাংলাদেশে মিস ট্যালেন্টেড এবং ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশে রানার্সআপ হয়েছেন। ঈদে কিছু ফিকশন এবং টিভিসি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ