Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:০৪, ১০ মে ২০২১
আপডেট: ১৭:০৪, ১০ মে ২০২১

‘ভুল করেছ বন্ধু! মোদি নয়, সাহায্য চাওয়া উচিত ছিল সোনু সুদের কাছে’

সোনু সুদ, রাহুল বোহরা, নরেন্দ্র মোদি

সোনু সুদ, রাহুল বোহরা, নরেন্দ্র মোদি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ভারতীয় ইউটিউবার ও অভিনেতা রাহুল বোহরা। মৃত্যুর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সাহায্য চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাহুলের বন্ধু কিশ্বর মার্চেন্ট বলেছেন, বলিউড তারকা সোনু সুদের কাছে সাহায্য চাইলে হয়তো বেঁচে যেতেন অভিনেতা।

‘ভুল করেছ বন্ধু! মোদি নয়, সাহায্য চাওয়া উচিত ছিল সোনু সুদের কাছে। তাহলে হয়তো তোমার প্রাণটা বেঁচে যেত’, এভাবে টুইটারে ক্ষোভে ফেটে পড়লেন কিশ্বর।

করোনা আক্রান্ত হওয়ার পর রাহুল ভর্তি হন দিল্লির রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে। বাঁচতে চেয়েছিলেন অভিনেতা, কিন্তু পারলেন না!

প্রথমে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে, সেখানে কাতর কণ্ঠে সাহায্য চান। পরে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে উদ্দেশ করে আরেকটি টুইট করেন। টুইটে দিল্লির হাসপাতালে চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতা নিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দিল্লির স্বাস্থ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে ট্যাগ করে রাহুল বোহরা লিখেছিলেন, ভালো চিকিৎসা পেলে হয়তো বেঁচে যেতাম। শীঘ্রই জন্ম নেব। ভালো কাজ করব। দম ফুরিয়ে গিয়েছে। এখন যেন আর সাহস নেই আমার মধ্যে।'....বিস্তারিত

এই ঘটনার রেশ চলছে ভারত জুড়ে। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে আছড়ে পড়ছেন অনেকেই।

বিক্ষোভের আগুনে আরও ঘি ঢেলেছে ল্যানসেট পত্রিকার নতুন রিপোর্ট, যাতে কভিড পরিস্থিতি সামাল দিতে না পারার জন্য ভারতের প্রধানমন্ত্রীকেই দায়ী করা হয়েছে।

এর মাঝে একধাপ এগিয়ে সোনু সুদকে মোদির থেকে বেশি কার্যকর হিসেবে বললেন অভিনেতা কিশ্বর মার্চেন্ট।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ