Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৪৫, ১১ মে ২০২১
আপডেট: ১০:২৪, ১২ মে ২০২১

করোনা আক্রান্তদের জন্য বিনামূল্যে খাবার দিতে দেবের রেস্টুরেন্ট

মহামারির কারণে গত বছর আটকে থাকা বহু অভিবাসী শ্রমিককে নিজের বাড়ি পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করেছিলেন দেব। সম্প্রতি আরও একবার নিজের হাত বাড়িয়ে দিলেন টলিউডের জনপ্রিয় এই অভিনেতা। নিয়েছেন নতুন একটি পদক্ষেপ।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ছবি শেয়ার করে সেই নতুন পদক্ষেপের কথা জানিয়ে দেব লিখেছেন, “আমাদের টিম টলি টেলস (দেবের রেস্তরাঁর নাম) এবং সর্দারনি পরমজিৎ কৌর মেডিক্যাল ট্রাস্ট মিলে করোনা আক্রান্তদের জন্য বিনামূল্যে খাবার দিচ্ছি।'

দেব আরও জানান, 'প্রথম দিন আমরা ৫০টি মিল বিতরণ করছি। আগামী দিনে চাহিদা অনুযায়ী পরিমাণ আরও বাড়ানো হবে। আপনারা প্রয়োজন হলেই টলি টেলসের এই পরিষেবা নিতে পারেন।”

দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত কোভিড আক্রান্তদের জন্য এই খাবার ‘টলি টেলস’-এর খাবার বিতরণের কেন্দ্র থেকে নেওয়া যাবে। দেবের শেয়ার করা ছবিতে রেস্তরাঁর ঠিকানাও দেওয়া রয়েছে। যেখানে এই সময়ের মধ্যে গেলেই দুপুরের খাবার বিনামূলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ