Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২০, ১২ মে ২০২১
আপডেট: ০১:১১, ১৩ মে ২০২১

দর্শককে ভিন্নধর্মী স্বাদ দিতে বিটিভির ‘আনন্দ হিল্লোল’

সারা বিশ্ব মহামারী করোনাভাইরাসের আতঙ্কে। জরুরী সেবাদানকারী ছাড়া বাকীদের লকডাউন, বিধিনিষেধ এসবের কারণে ঘরে থাকতে হচ্ছে দিনের বেশিরভাগ সময়। আর এই সময়েই দর্শকদের জন্য বাংলাদেশ টেলিভিশন-বিটিভি নিয়ে আসছে এক ভিন্নধর্মী অনুষ্ঠান। 

অনুষ্ঠানটিকে ভিন্নধর্মী বলার কারণ অন্যান্য রিয়েলিটি শো'র মতো আগে থেকে শুটিং সেটগুলোতে রেকর্ড করা থাকবে না, এটি সরাসরি প্রচারিত হবে। ভিন্ন আঙ্গিকের এই অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘আনন্দ হিল্লোল’।

অনুষ্ঠানটির পরিচালক ও প্রযোজক নূর আনোয়ার রনজু বলেন, ‘মানুষের কর্মব্যস্ততা এবং অস্থিরতার রোবটিক জীবনকে কিছুটা ঘরমুখো করেছে কোভিড-১৯। মহামারীর এই সময়ে প্রায় সবাইকে বাসাতেই ঈদ উদযাপন করতে হবে। দর্শকগণ টিভি অনুষ্ঠান দেখারও পর্যাপ্ত সময় পাবেন; তাই দর্শককে ভিন্নধর্মী স্বাদ দিতেই সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই ম্যাগাজিন অনুষ্ঠানের পরিকল্পনা করেছি’।

তিনি বলেন, মাদার টিভি হিসেবে বাংলাদেশ টেলিভিশনের প্রযোজকদের অনুষ্ঠান নির্মাণে যথেষ্ট সক্ষমতা রয়েছে। কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতার কারণে আমি এই ম্যাগাজিন অনুষ্ঠানটি লাইভ করার উদ্যোগ নিয়েছি। ঈদের দিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে লাইভটি শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলবে। আশা করছি, অনুষ্ঠানটি দর্শককে আনন্দ দিতে সক্ষম হবে।

উল্লেখ্য, অনুষ্ঠানের উপস্থাপনা করছেন দেবাশীষ বিশ্বাস। এ অনুষ্ঠানের মধ্য দিয়ে ১ যুগ পর বিটিভির অনুষ্ঠানে অংশ নিচ্ছেন আমেরিকা প্রবাসী তারকা দম্পতি টনি ডায়েস ও প্রিয়া ডায়েস।

এছাড়াও আনন্দ হিল্লোলে সংগীত পরিবেশন করবেন অবন্তী দেব সিঁথি, কাজী নওরীন, মেহরাব, সুরাইয়া শাকিলা শুক্লা, সুভাশিষ ভৌমিক প্রমুখ। লিখন রায়ের নির্দেশনার নৃত্য পরিবেশন করবেন জান্নাতুল সুমাইয়া হিমি, টিভি তারকা আরোশ এবং তাঁদের দল। কৌতুক পরিবেশন করবেন মীরাক্কেল খ্যাত শাওন মুজমদার। আড্ডায় অংশ নেবেন নুসরাত ফারিয়া, মীর সাব্বির, শম্পা রেজা, শাইখ সিরাজ এবং আরও অনেকে।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ