Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৭:২২, ১২ মে ২০২১
আপডেট: ০১:০৮, ১৩ মে ২০২১

করোনায় আক্রান্ত সালমানের দুই বোন

দুই বোনের সাথে সালমান খান

দুই বোনের সাথে সালমান খান

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। আক্রান্ত হচ্ছেন সেলিব্রেটিরাও। এবার ভাইরাসটি হানা দিলো বলিউডের ভাইজান সালমান খানের বাড়িতে।

সালমান খানের দুই বোন অলভিরা খান ও অর্পিতা খান করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি জানিয়েছেন সালমান খান নিজেই।

সালমানের নতুন ছবি রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই-এর প্রচার ইন্টারভিউ দিচ্ছিলেন সালমান। সেখানেই দুই বোনের কোভিড পজিটিভ হওয়ার কথা জানান অভিনেতা। আগামী বৃহস্পতিবার (১৩ মে) থিয়েটার ও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ছবিটি।

বলিউড অভিনেতা বলেন, এতদিন কেবল দূরের মানুষের করোনা আক্রান্ত হওয়ার কথা, তাদের চিকিৎসার সমস্যার কথা শুনতাম। এবার করোনা ঘরের ভিতরে চলে এসেছে।

প্রসঙ্গত, অলভিরা সালমান খানের নিজের বোন। অভিনেতা -পরিচালক অতুল অগ্নিহোত্রীর সঙ্গে তার বিয়ে হয়। সালমা খান ও সেলিম খানের একমাত্র কন্যা অলভিরা।

অন্যদিকে, সেলিম খানের দত্তক কন্যা অর্পিতা। সালমানের সব থেকে প্রিয় অর্পিতা। গোটা পরিবারের সবচেয়ে আদুরে মেয়ে। সালমান বরাবরই বলে এসেছেন পরিবারের ‘লাকি চার্ম’ হলো তাদের এই বোন। ২০১৪ সালে অভিনেতা আয়ুশ শর্মার সঙ্গে বিয়ে হয় অর্পিতা খানের। খান পরিবারের জামাই হওয়ার পরে সালমানের হাত ধরে বলিউডে সফর শুরু হয় আয়ুশের। দুই বোনেরই দ্রুত আরোগ্য চান সালমান।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ