Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:০৯, ১৬ মে ২০২১
আপডেট: ০৯:৪৩, ১৭ মে ২০২১

বিতর্কিত কর্মকাণ্ডের জেরে নোবেলের সঙ্গে চুক্তি বাতিল সাউন্ডটেকের

ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো সারেগামাপা এর মঞ্চ থেকে পরিচিতি পাওয়া নোবেল বেশিরভাগ সময়েই আলোচনায় থাকেন। নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়া যেনো তার নিয়মিত কাজ। সর্বশেষ নোবেল ব্যান্ড লিজেন্ড জেমসকে নিয়ে অবমাননাকর স্ট্যাটাস দেন।

ঈদের আগের রাতে নিজের ফেসবুক পেজে নগর বাউল জেমস, জনপ্রিয় গীতিকার-সুরকার ইথুন বাবুকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দিয়েছেন নোবেল। এতে নোবেলের উপর ক্ষিপ্ত হয় সংগীত প্রেমীরা। যদিও নোবেল দাবি করেন তার ফেসবুক পেইজটি হ্যাক হয়েছে।

যদিও এ কথা বিশ্বাস করেননি অনেকেই। সংগীত পরিচালক আহমেদ হ‌ুমায়ূন বলেন, এসবই নোবেলের ভাওতাবাজি। নোবেল নিজে থেকেই এসব করেছে।

এদিকে নোবেলের এমন বিতর্কিত কর্মকাণ্ডের জের ধরে নোবেলের সঙ্গে চুক্তি বাতিল করেছে অডিও প্রযোজনা সংস্থা সাউন্ডটেক। গণমাধ্যমের কাছে খবরের সত্যতা স্বীকার করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সুলতান মাহমুদ। তিনি বলেন, “নোবেলের প্রতিভা দেখে আমি তাকে নিয়ে বেশ কয়েকটি গান গাওয়ানোর জন্য চুক্তিবদ্ধ করি। কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা আমার পক্ষে সম্ভব না। তার ব্যবহার ভালো লাগেনি, তাই চুক্তি বাতিল করেছি।”

নানা বিতর্কে জড়িয়ে ক্যারিয়ার নিয়ে চারদিকে যখন অন্ধকার দেখছিলেন তখন তার পাশে এসে দাঁড়িয়েছিল সাউন্ডটেক। প্রতিষ্ঠানটির ব্যানারে নোবেলের দুটি গান প্রকাশ হয়েছে। ‘অসহায়’, ‘অভিনয়’ গানের পর আরও একটি গান প্রকাশের কথা ছিল সাউন্ডটেকের ব্যানারে। এ ছাড়া এ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে চলতি বছর আরও ৯টি গান প্রকাশ করার কথা ছিল তার। কিন্তু চুক্তি বাতিল হওয়ায় সাউন্ডটেকের ব্যানারে কোনো গানই আর আসবে না নোবেলের।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ