Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:০১, ১৭ মে ২০২১
আপডেট: ১৯:৪১, ১৭ মে ২০২১

বাবাকে বাঁচাতে ছোট্ট তিতলীর আকুতি, পাশে দাঁড়ালেন দেব

ভারতের পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতিতে আগের থেকে ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে শুরু থেকেই মাঠে আছেন অভিনেতা ও সাংসদ দেব। নিজের সাধ্যমত যে কোনো সমস্যার সমাধানে ত্রাতা হিসাবে এগিয়ে আসেন তিনি। এবারও এক অসহায় ব্যক্তির পাশে দাঁড়িয়েছেন তিনি। 

চুঁচুড়ার বাসিন্দা ছোট্ট তিতলি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। বাবা বিছানায় শয্যাশায়ী। বাবার চিকিৎসার খরচ জোগাতে পারছে না পরিবার। কঠিন পরিস্থিতিতে বাবাকে বাঁচাতে একটি ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আবেদন করে তিতলি। সেই আবেদন অনেকের চোখ এড়িয়ে গেলেও, নজরে পড়েছে দেবের। বার্তা পেয়েই টুইটের রিপ্লাই করে সাহায্যের আশ্বাস দেন দেব। 

চুঁচুড়া অন্তার বাগানের একটি ভাড়া বাড়িতে থাকেন সন্দীপ দত্ত, সঙ্গে তার স্ত্রী ও মেয়ে। গত তিন বছর ধরে তার এই শারীরিক অসুস্থতা। পেশায় তিনি সেলসম্যান। প্রথমে তার প্যানক্রিয়াসের সমস্যা ধরা পরে। হাই সুগার থাকায় কিডনি আর লিভারে এফেক্ট করে। ব্যাঙ্গালোরে গিয়ে চিকিৎসা করানোর চেষ্টা করেন। প্যানক্রিয়াস অপারেশন করাতে সাড়ে ছয় লক্ষ টাকা খরচ, তাই টাকার অভাবে ব্যাঙ্গালোর থেকে ফিরে আসেন সন্দীপ বাবু। কিছু মানুষের সাহায্য পাওয়ার পর গত মার্চ মাসে হায়দ্রাবাদে চিকিৎসা করাতে যান। অস্ত্রোপচার করালেও সুস্থ হওয়ার কোনো নিশ্চয়তা নেই বলে জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ, কলকাতায় ফিরে আসেন তারা। কলকাতার শিশু মঙ্গল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাই সুগার থাকায় কোমরের নীচে ইনফেকশান হয়ে যায়। ফের করাতে হয় অস্ত্রোপচার। বর্তমানে বিছানায় শয্যাশায়ী তিনি। সংসারে দু’বেলা দুমুঠো অন্ন তুলে দেয়ারও নেই কেউ, ওষুধ কেনাও কঠিন হয়ে গিয়েছে তার স্ত্রী মুনমুন দেবীর কাছে।

তিতলির ভিডিও শেয়ার হতেই দেব সাথে সাথে সাহায্যের হাত বাড়িয়ে দেন। টুইট করে তিনি নিজের পরিবারকে সাহায্য করার কথা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তিতলির এই আবেদনে সাহায্য জানিয়েছেন বহু মানুষ। ইতিমধ্যে অভিনেতার টিমের তরফ থেকে তিতলির মায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও এগিয়ে এসেছে এক শিক্ষক সংগঠনও।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ