Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৫, ২৩ মে ২০২১
আপডেট: ২০:৩৮, ২৩ মে ২০২১

দাম্পত্য জীবনের ইতি টানলেন মাহিয়া মাহি

পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে তার বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়েছে।

অনেক দিন ধরে মাহি-অপুর বিবাহবিচ্ছেদ নিয়ে খবরের শিরোনাম হয়ে আসছিল। তবে কয়েকবার দুজনই বিষয়টি নাকচ করেন। কিন্তু এবার ফেসবুক অ্যাকাউন্টে চূড়ান্ত ঘোষণা দিলেন মাহি।

মাহি ফেসবুকে লিখেন, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুর বাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করব।

রোববার মুঠোফোনে যোগাযোগ করা হলে মাহি তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি সত্যি। তবে অনুরোধ করব নেতিবাচক কিছু না লেখার। আমি চাই পরস্পরের সম্মানবোধটা বাঁচুক।

সিলেটের ব্যবসায়ী অপুর সঙ্গে ২০১৬ সালের ২৫ মে জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মাহি।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ