Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:৪৩, ২৬ মে ২০২১
আপডেট: ১৫:৪০, ২৬ মে ২০২১

সোলসের রনি আর নেই

সোলস ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সুব্রত বড়ুয়া রনি মারা গেছেন। ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোর পাঁচটায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা গেছে, দেড় বছর আগে রনির ক্যানসার ধরা পড়ে। বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে তা আর  সম্ভব হয়নি। মৃত্যুকালে রনির বয়স হয়েছিল ৬৬ বছর।

রনির মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা সকালে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন।

রনির মরদেহ শিল্পকলা একাডেমিতে নেওয়া হবে। সেখানে সংস্কৃতিকর্মীরা তাকে শ্রদ্ধা জানাবেন। এরপর মরদেহ চারুকলা ইনস্টিটিউট, নন্দনকানন বৌদ্ধমন্দির হয়ে বিকেলে চান্দগাঁও মহাশ্মশানে শেষকৃত্য হবে।

চারুশিল্পী সুব্রত বড়ুয়া রনি চট্টগ্রামের চারুকলা কলেজের শিক্ষার্থী ছিলেন। আশির দশক থেকে চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন তিনি।

তিনি একাধারে সংগীত ও যন্ত্রশিল্পী, চারুশিল্পী, নাট্যকর্মীও ছিলেন। সৈকতচারী কয়্যার গ্রুপ, অরিন্দম নাট্য গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। আশির দশকে কয়েকজন মিলে প্রতিষ্ঠা করেন সোলস, সেখানে রনি ড্রাম বাজাতেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ