Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৪৮, ২৭ মে ২০২১
আপডেট: ১০:২৭, ২৮ মে ২০২১

৭১ হাজার কোটিতে ‘এমজিএম’ হচ্ছে অ্যামাজনের

প্রযোজনা প্রতিষ্ঠান মেট্রো গোল্ডউইন মেয়ার (এমজিএম) কিনে নিচ্ছে অ্যামাজন। এ মালিকানা পেতে অ্যামাজনকে গুনতে হচ্ছে আটশ’ ৪৫ কোটি ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৭১ হাজার কোটিরও বেশি।

এমজিএম স্টুডিও’র মালিক প্রতিষ্ঠান এমজিএম হোল্ডিংস গত বছর থেকেই স্টুডিও’র জন্য ক্রেতা খুঁজছিল। অবশেষে তারা অ্যামাজানের সঙ্গে চুক্তিতে একমত হতে পেরেছে।

বুধবার আমাজনের পক্ষ থেকে বলা হয়, এটি খুবই অসাধারণ হবে। অসাধারণ উচ্চমানের গল্পগুলো তুলে ধরার চমৎকার একটি সুযোগ।

এর মাধ্যমে হলিউডের সবচেয়ে বড় বেচা-কেনায় অংশ নিল ই-কমার্স থেকে কনটেন্টের বাজারে পা রাখা জেফ বেজোসের আমাজন।

এ চুক্তির বলে শুধু সিনেমা ও টিভি লাইব্রেরিই নয়, এমজিএমের প্রিমিয়াম ক্যাবল নেটওয়ার্ক ইপিক্স চলে আসবে আমাজনের হাতে। যদিও বছরের শুরুর দিকে নতুন স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাসের সঙ্গে চুক্তি করেছে ইপিক্স।

২০১৯ সালে স্থানীয় বাজারে এমজিএম আয় করে ২ কোটি ৩০ লাখ ডলার। এরপর করোনার কারণে নতুন কোনো ছবি মুক্তি দেয়নি স্টুডিওটি। এর মধ্যে একাধিকবার পিছিয়ে গেছে জেমস বন্ড সিরিজের ২৫তম ছবি ‘নো টাইম টু ডাই’। ধারণা করা হচ্ছে, এ ছবি ব্যবসার নিরিখে নতুন রেকর্ড গড়তে পারে। ছবিটি অক্টোবরে রিলিজ হওয়ার কথা রয়েছে। এ ছাড়া মুক্তির মিছিলে আছে ‘ক্রিড থ্রি’ ও ‘হাউস অব গুচি’র মতো আলোচিত ছবি।

সাম্প্রতিক বছরগুলোতে হলিউডে একাধিক প্রতিষ্ঠানের স্বত্ব স্থানান্তর হয়েছে। সর্বশেষ এটি অ্যান্ড টি’র সঙ্গে ডিসকোভারির একটি চুক্তি আলোচনায় ছিল। এরপর এলো আমাজন ও এমজিএমের এক হওয়ার খবর। এ ছাড়া ছোট প্রতিষ্ঠানগুলোর বড় সংস্থার অংশ হয়ে ওঠা তেমন আর আলোচনায় আসে না।

হলিউডের অন্যতম পুরোনো স্টুডিও এমজিএম। তাদের বিস্তৃত লাইব্রেরিতে রয়েছে অনেক ক্ল্যাসিক সিনেমা ও টিভি শো। এর মধ্যে রয়েছে ৪ হাজার সিনেমা ও ১৭ হাজার ঘণ্টার টিভি অনুষ্ঠান।

হলিউডের অন্যতম জায়ান্ট আমাজন ২০২০ সালে সিনেমা, টিভি শো ও গানের জন্য বিনিয়োগ করেছে ১১ বিলিয়ন ডলার।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ