Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:১৭, ২৮ মে ২০২১
আপডেট: ১২:৫৮, ২৮ মে ২০২১

বিয়ে করেছেন আরিয়ানা গ্রান্ডে

বিয়ের ছবিতে আরিয়ানা

বিয়ের ছবিতে আরিয়ানা

প্রেমিক ডেল্টন গোমেজের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন আরিয়ানা গ্রান্ডে। দিন দশেক আগে এমনটাই খবর প্রকাশ করেছিলো পশ্চিমা সংবাদমাধ্যমগুলো। কিন্তু বিয়ের বিষয়টি নিয়ে সেসময় কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি আরিয়ানা।

অবশেষে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের ছবি শেয়ার করে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দিলেন মার্কিন এই সংগীতশিল্পী। সেই সঙ্গে জানালেন গত ১৫ মে বিয়ে করেছেন তারা।

বিয়ের দিন পিঠ খোলা, কাঁধহীন সাদা গাউনে একদম রাজকুমারীর বেশে পাওয়া গেলো আরিয়ানাকে। সঙ্গে মাথায় সাদা ভেল আর হীরের জুয়েলারিতে নিজের লুক পরিপূর্ণ করেছিলেন মার্কিন এই তারকা। টপ নট করে বাঁধা চুল। ভেলের উপর জ্বলজ্বল করল সাদা বো।

ক্যালিফোর্নিয়া মনটেসিটো অবস্থিত আরিয়ানার বাড়িতেই হয়েছে বিয়ের সকল আনুষ্ঠানিকতা। যেখানে উপস্থিত ছিলো মাত্র ২০ জন অতিথি। আরিয়ানার স্বামী ডেল্টন গোমেজ পেশায় রিয়েল এস্টেট এজেন্ট।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ