Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৩, ২৮ মে ২০২১
আপডেট: ১৬:০৬, ২৮ মে ২০২১

সুশান্তের বন্ধু সিদ্ধার্থ গ্রেফতার

সুশান্ত সিং রাজপুত মারা গেছেন এক বছর হতে চলেছে। কিন্তু এখনো তার মৃত্যু রহস্য উদঘাটন হয়নি। এদিকে তদন্ত করতে করতে হঠাৎ তার বন্ধু সিদ্ধার্থ পিঠানিকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করেছে দেশটির নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

শুরু থেকেই সিবিআই এবং এনসিবি-র নজরে ছিলেন সিদ্ধার্থ। একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠায় সিবিআই। সুশান্তের মৃত্যুবার্ষিকীর ঠিক আগেই তদন্তের নতুন দিক খুলে গেল।

এনসিবির কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে মুম্বাইয়ের সংবাদমাধ্যমকে জানান, খুব শিগগিরই আদালতে তোলা হবে সিদ্ধার্থকে।

সুশান্তের সঙ্গে একই ফ্ল্যাটে থাকতেন সিদ্ধার্থ। অভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তীরও ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন তিনি। সুশান্তের মৃত্যুর পর রিয়ার কল রেকর্ড থেকে দেখা যায় ওই বছরে সিদ্ধার্থের সঙ্গে প্রায় ১০০ বার কথা হয়েছে তার। বন্ধুর মৃত্যুর পর তাকে নিয়ে তদন্তকারী সংস্থা এবং সংবাদমাধ্যমের কাছে একাধিক বার কথা বললেও এই প্রসঙ্গ এড়িয়ে যান সিদ্ধার্থ।

গত বছর ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা করেন। এর পর থেকে ভারতজুড়ে তোলপাড় শুরু হয়।

অভিনেতার মৃত্যুর বেশ পরে বিহারের রাজীব নগর থানায় এফআইআর দায়ের করেন তার বাবা কে কে সিং। সেখানে রিয়া চক্রবর্তীসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

সুশান্তের পরিবারের দাবি, রিয়ার অর্থনৈতিক প্রতারণা সুশান্তকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে।

রিয়া পরে মামলাটি মুম্বাইয়ে পাঠানোর আবেদন করেন সুপ্রিম কোর্টে। কিন্তু বিহার পুলিশ রিয়ার আবেদনের বিরোধিতা করে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)-কে দায়িত্ব দেয়ার আহ্বান জানায়।

আইনিউ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ