Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৯, ২ জুন ২০২১
আপডেট: ২১:৩১, ২ জুন ২০২১

ছেলের ছবি প্রকাশ করে নাম জানালেন শ্রেয়া

গত মাসে পুত্র সন্তানের মা হয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। সুখবরটি ভক্তদের জানিয়েছিলেন শ্রেয়া নিজেই। তবে ছেলের ছবি বা নাম কিছুই জানান নি তখন।

এদিকে বুধবার (২ জুন) সকালে সোশ্যাল মিডিয়ায় ছেলের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন সঙ্গীতশিল্পী। সাথে জানালেন ছেলের নামও।

সোশ্যাল মিডিয়ায় শ্রেয়ার শেয়ার করা ছবিতে দেখা গিয়েছে, লাল পোশাকে ছেলেকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে ছেলের দিকে। পাশেই শিলাদিত্য। শ্রেয়া লিখেছেন, আলাপ করিয়ে দিই, ও দেব্যান। ২২ মে ও এসে আমাদের জীবনটাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। 

এর আগে গত ২২ মে এক টুইটের মাধ্যমে শ্রেয়া জানান, 'ঈশ্বরের আশীর্বাদে আজ বিকেলে পুত্রসন্তানের জন্ম হয়েছে। জীবনে প্রথমবার এমন অনুভূতির সাক্ষী হলাম। আমি এবং আমার স্বামী শিলাদিত্য-সহ পরিবারের সবাই এইমুহূর্তে খুশির জোয়ারে ভাসছে। শুভকামনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।'

উল্লেখ্য, পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার বহরমপুরের মেয়ে শ্রেয়া ঘোষাল। চার বছর বয়স থেকে সঙ্গীতের তালিম নেওয়া শুরু। ষোল বছর বয়সে তিনি একটি রিয়্যালিটি শো এর বিজয়ী হওয়ার পর থেকেই ভারতীয় অঙ্গনে তার পরিচিতি লাভ হয়।

২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন শ্রেয়া। বিয়ের ছয় বছরের মাথায় প্রথম সন্তানকে স্বাগত জানালেন দুজনে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ