Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:৪৬, ৫ জুন ২০২১
আপডেট: ২১:৫৭, ৫ জুন ২০২১

ট্রেলারেই হিট তারকাবহুল সিরিজ ‘মরীচিকা’

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম চরকির উদ্বোধনী দিনে মুক্তি পেতে যাচ্ছে তারকাবহুল ওয়েব সিরিজ ‘মরীচিকা’। তার আগে গত বুধবার সন্ধায় মুক্তি পায় ওয়েব ফিল্মটির ট্রেলার।

অবমুক্ত হওয়ার পর থেকে রীতিমত প্রশংসায় ভাসছে ট্রেলারটি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন গ্রুপে বইছে রীতিমতো প্রশংসার ঝড়।

থ্রিলার ঘরানার এ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, আফরান নিশো, চিত্রনায়িকা মাহিয়া মাহি, জোভান আহমেদ, চুমকী, শিমুল খান ও আবদুল্লাহ রানা প্রমুখ।

চরকির অরিজিনাল এই ওয়েব সিরিজের শুটিং শুরু হয় গত বছরের শেষ দিকে। নির্মাতা শিহাব শাহীন জানান, ‘দর্শক ট্রেলারে পুরো সিরিজের একটা ঝলক দেখতে পেয়েছেন মাত্র। পুরো সিরিজে তাদের জন্য অনেক অনেক থ্রিল, ড্রামা আর সাসপেন্স অপেক্ষা করছে।’

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ