Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৮, ১৩ জুন ২০২১
আপডেট: ১৯:১৯, ১৩ জুন ২০২১

দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী প্রসূন

বাগদান সারলেন বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রসূন আজাদ। শনিবার সন্ধ্যায় তাদের রাজধানীর মালিবাগের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে দীর্ঘদিনের বন্ধুর সঙ্গে আংটিবদল করেছেন অভিনেত্রী।

প্রসূনের বরের নাম ফারহান। থাকেন পুরান ঢাকায়।  পেশায় একজন ব্যবসায়ী।  তারা একে অপরের দীর্ঘদিনের বন্ধু।

শনিবার রাতে প্রসূন জানান, বিয়ের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। শিগগিরই দুই পরিবারের সম্মতিতে তা নির্ধারণ করা হবে। আমরা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। সবার কাছে দোয়া চাইছি।

প্রসূন আরও বলেন, ওর সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব। এর পর আমরা প্রেমের সম্পর্কে জড়াই।  কিন্তু আমরা নিশ্চিত ছিলাম না, বিষয়টির পূর্ণ পরিণতি হবে কিনা।  দুই পরিবারের সম্মতিতে আজকে কিছুটা আনুষ্ঠানিকতা হলো।

ফারহান প্রসঙ্গে প্রসূন বলেন, সে কৃষি ও খামারের সঙ্গে যুক্ত। মানিকগঞ্জে তাদের খামারবাড়ি। এ ছাড়া পারিবারিক ব্যবসা আছে।  

২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন প্রসূন।  টানা টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

‘সর্বনাশা ইয়াবা’সহ বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে তাকে। এর পর টানা কাজ করলেও ২০১৬ সাল থেকে নিজেকে গুটিয়ে নেন। নাটকে হয়ে পড়েন অনিয়মিত। এর মধ্যে সাম্প্রতিক বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘মানুষের বাগান’, ‘পদ্মপুরাণ’সহ বেশ কয়েকটি ছবি।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ