Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৪, ১৩ জুন ২০২১
আপডেট: ১৯:০৭, ১৩ জুন ২০২১

কণ্ঠশিল্পী বৃহান আর নেই

বোরহান আহমেদ বৃহান

বোরহান আহমেদ বৃহান

দেশের জনপ্রিয় প্রচ্ছদ ডিজাইনার ও কণ্ঠশিল্পী বোরহান আহমেদ বৃহান আর নেই। রোববার (১৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে আদাবরের ঢাকা হাউজিংয়ের নিজ বাসাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে পরিবার ও একাধিক ঘনিষ্ঠজন। মৃত্যুকালে বৃহানের বয়স হয়েছিল ৪৮ বছর।

জানা গেছে, ১ বছরেরও বেশি সময় ধরে ব্রেন ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন বৃহান। দুইবার তার অস্ত্রোপচার করা হয়। কিন্তু আর শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ছেন সংগীতাঙ্গনের সদা হাসি মুখের মানুষটি। 

বৃহানের বোন নীলা জানান, দুই দিন আগেই বৃহানকে হাসপাতাল থেকে এমআরআই করে বাসায় এনেছিলেন। আজ সকালেই আবার তাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার কথা ছিল। সকালে খাওয়ানোর জন্য ঘুম থেকে উঠে দেখেন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। তারপর সোজা করে বসানোর পর তার অক্সিজেন লেভেল ৪৭ হলে আর নিঃশ্বাস নিতে পারছিলেন না। তারপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা দেখে বলেন বাসাতেই তিনি মারা গেছেন।

তিনি আরো জানান, বাদ জোহর আদাবরের ঢাকা হাউজিংয়ে বাসার নিচে বোরহানের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি খুলনায় উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, অ্যালবামের প্রচ্ছদশিল্পী হিসেবে বেশি পরিচিতি পেলেও বোরহান আহমেদ বৃহান ছোটবেলা থেকে গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন। ২০১০ সালের ভালোবাসা দিবসে ফাহিম মিউজিকের ব্যানারে বাজারে আসে তার প্রথম একক ‘ফেসবুক প্রেম’। এরপর এসেছে আরও কিছু অ্যালবাম। তবে শূন্য দশকে তার আঁকা প্রচ্ছদেই পাওয়া গেছে দেশের বেশিরভাগ শিল্পীকে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ