Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:২২, ১৪ জুন ২০২১
আপডেট: ২৩:১৬, ১৪ জুন ২০২১

সুশান্ত সিং রাজপুত চলে যাওয়ার এক বছর

সুশান্ত সিং রাজপুত

সুশান্ত সিং রাজপুত

সুশান্ত সিং রাজপুত চলে যাওয়ার এক বছর পূর্ণ হলো আজ, ১৪ জুন। ২০২০ সালের এইদিনে মাত্র ২৪ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ খ্যাত এই বলিউড তারকা।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, সুশান্তের প্রথম মৃত্যুবার্ষিকীতে শোক ও স্মৃতিচারণ করেছেন বলিউডের অনেক তারকা। তাঁরা সামাজিক পাতায় সুশান্তকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন, দিচ্ছেন তাঁর সঙ্গে কাটানো মধুর স্মৃতির বর্ণনা। সুশান্ত আত্মহত্যা করেছিলেন। কেউ কেউ সুশান্তের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার দাবি করেও পোস্ট দিচ্ছেন।

১৯৮৬ সালের ২১ জানুয়ারি ভারতের বিহারের পাটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিংহ রাজপুত। পরে দিল্লিতে চলে যায় তাঁর পরিবার। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সে সময় থেকেই থিয়েটারের দিকে ঝোঁকেন তিনি। নাচও শেখেন। এর জন্য পড়াশোনা শেষ করতে পারেননি।

২০০৮ সালে স্টার প্লাস চ্যানেলে প্রচারিত ধারাবাহিক ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’-এ প্রীত জুনেজা চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশন জগতে অভিষেক করেছিলেন। এরপর ‘পবিত্র রিস্তা’। পর্দার মানব হয়ে উঠলেন সুশান্ত। তখন থেকেই শুরু প্রেম। সহ অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডের সঙ্গে প্রথম প্রেম শুরু করেন। প্রায় ৬ বছর সেই প্রেম জীবনে ছিল। যদিও সেই প্রেমে বিচ্ছেদ আসে।

অবশ্য, এই ধারাবাহিকে আসার আগেও ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে যুক্ত ছিলেন সুশান্ত। সেই ২০০৫ সালে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ব্যাকগ্রাউন্ড ডান্সার হওয়ার পর প্রথম ধারাবাহিকে সুযোগ আসে। এই ধারাবাহিক করতে করতে বড় পর্দায় সুযোগ।

সুশান্তের চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০১৩ সালে, ‘কাই পো ছে'তে অভিনয়ের মধ্যে দিয়ে ৷ এরপর অভিনয় করেছেন ‘শুধ দেশি রোমান্স’, আনুশকা শর্মার বিপরীতে ‘পিকে’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরির’ মত জনপ্রিয় চলচ্চিত্রগুলোতে৷ ‘কেদারনাথ’ এ  অভিনয় দিয়ে মুগ্ধ করেছেন তিনি সবাইকে ৷

২০২০ সালের ১৪ জুন বান্দ্রায় নিজের বাসায় সুশান্তকে মৃত অবস্থায় পাওয়া যায়। সুশান্তের মৃত্যু রহস্য উদঘাটনে মুম্বাই পুলিশসহ ভারতীয় বেশ কয়েকটি সংস্থা কাজ করছে। দেশটির সুপ্রিম রায়ে গত বছর আগস্টে এই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। আত্মহত্যা নাকি খুন- সুশান্তের মৃত্যুর এক বছর পরেও এই উত্তর জানা নেই পরিবার, প্রিয়জন কিংবা সুশান্ত অনুরাগীদের। তবে সুশান্ত চলে গেলেও কিন্তু আজও তিনি অসংখ্য অনুরাগীর হৃদয়ে অমর হয়ে আছেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ