Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:০৯, ১৪ জুন ২০২১
আপডেট: ২৩:০৩, ১৪ জুন ২০২১

পুলিশ পাহারায় পরীমণি

পরীমণি

পরীমণি

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি পুলিশ পাহারায় আছেন। তার বাড়ির সানে এক ভ্যান পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার রাজধানীর বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আজম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে রোববার রাতে সংবাদ সম্মেলনে পরীমণি বারবারই বলছিলেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। তার আশঙ্কা, তাকে মেরে ফেলা হতে পারে। 

এ বিষয়ে বনানী থানার ওসি বলেন, তিনি যেহেতু নিরাপত্তাহীনতায় ভুগছেন, আমাদের দায়িত্ব প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা।  তাকে আমরা বিশেষ প্রহরায় রাখছি।  তার বাসা ও আশপাশে পুলিশ আছে।  তার নিরাপত্তার জন্য যা যা করণীয়, তা–ই করা হচ্ছে।

পরীমণির মামা আশরাফুল ইসলাম বলেন, তিন থানাতেই আমরা লিখিত অভিযোগ করেছি। কিন্তু কোন থানা সেটা গ্রহণ করেছে, তা এখনও জানি না। পরীমনি অসুস্থ। তার জ্বর ও বুকে ব্যথা। গলার স্বরও ভেঙে গেছে।

রোববার রাত আটটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি খোলা চিঠিতে প্রধানমন্ত্রীকে মা ডেকে তার কাছে সঠিক বিচার ও মেয়ে হিসেবে আশ্রয় চেয়েছেন পরীমণি।

ওই স্ট্যাটাসের শুরুতে পরীমণি লেখেন, ‘আমাকে রেপ এবং হত্যার চেষ্টা করা হয়েছে। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমি এর বিচার চাই।’

স্ট্যাটাসের পর পর গণমাধ্যম কর্মীরা এ বিষয়ে জানতে তাকে ফোন করলে তিনি বলেন, আপনারা বাসায় আসেন। সব বলবো। ফোনে এসব বলা ঠিক হবে না। এরপরই গণমাধ্যম কর্মীরা তার বাসায় গিয়ে জমা হন।

সেখানে তিনি জানান, রাজধানীর উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক প্রেসিডেন্ট নাছির ইউ. মাহমুদ এবং অন্যজন তার (পরীমণি) কস্টিউম ডিজাইনার জেমীর স্কুলবন্ধু অমি নামের এক ব্যবসায়ী এ ঘটনার সাথে জড়িত।

আইনিউজ/এসডিপি 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ