Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:১৭, ২১ জুন ২০২১
আপডেট: ২০:১৯, ২১ জুন ২০২১

আবারও বিয়ে করেছেন মাহিয়া মাহি?

ঢালিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত চিত্রনায়িকা মাহিয়া মাহি। ক্যারিয়ারে বেশি কিছু হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। তাই ইন্ডাস্ট্রির অন্দরে তাকে নিয়ে আলোচনা বিস্তর। তেমনই আলোচনায় এই নায়িকার ব্যক্তিগত জীবনও। সম্প্রতি ফেসবুকে ঘোষণা দিয়ে তিনি তার ব্যবসায়ী স্বামী মাহমুদ পারভেজ অপুর থেকে আলাদা হয়ে গেছেন। তাদের ডিভোর্সের ব্যাপারটি এখন প্রক্রিয়াধীন।

এরই মাঝে গুঞ্জন, আবারও বিয়ে করেছেন মাহিয়া মাহি। ঢালিউডের অন্দরে এমন গুঞ্জনই চলছে। গত ১১ জুন রাতে বিয়ের কাতান শাড়ি পরে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করেন নায়িকা। ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ’। তারই সূত্র ধরে গতকাল (শনিবার) ছড়িয়ে পড়ে তার বিয়ের গুঞ্জন। আসলেই কি নায়িকা মাহি বিয়ে করেছেন? এমন প্রশ্নই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।

জানা গেছে, রাকির সরকার নামে এক যুবককে বিয়ে করেছেন মাহিয়া মাহি। রাকিব গাজীপুরের রাজনীতিতে প্রভাবশালী পরিবারের সদস্য। তার আরেক পরিচয় তিনি একজন ব্যবসায়ী। যদিও আনুষ্ঠানিকভাবে মাহি বা রাকিব কেউই তাদের বিয়ের বিষয়টি প্রকাশ করেননি। যদিও মাহির ফেসবুক লাইভে পাওয়া গেছে রাকিবকে।

মাহিয়া মাহি ও তার সিলেটি স্বামী ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপু

তবে মাহিয়া মাহি দাবি করেছেন, বিয়ে নিয়ে যে খবর প্রচার হচ্ছে তা সম্পূর্ণ গুজব। খবরটি একদমই সত্য নয়। রাকিবের সঙ্গে আমার পরিচয় আছে কিন্তু বিয়ের খবর একেবারে ভুয়া। সে পরিচিত একজন ছাড়া আর কিছু না।’ বিয়ের এমন মিথ্যা খবর ছড়ানো থেকে বিরত থাকতে ভক্তদের অনুরোধও জানিয়েছেন ‘পোড়ামন’ খ্যাত এই তারকা।

এর আগে ২০১৬ সালের মাঝামাঝি শাহরিয়ার ইসলাম শাওন নামে এক যুবক মাহিকে তার স্ত্রী বলে দাবি করেন। জানান, তাদের বিয়ে হয়েছে। তারা নাকি এক মাস সংসারও করেছেন। ওই সময় শাওনের সঙ্গে তোলা মাহির বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ নিয়ে পাল্টাপাল্টি মামলা মকদ্দমা হয়। তারই মাঝে সিলেটের ব্যবসায়ী অপুকে বিয়ে করেন মাহি।

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ