Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২২:৫০, ২১ জুন ২০২১
আপডেট: ১৩:১৫, ২২ জুন ২০২১

‘ধুম ফোর’ হিরো অক্ষয়! গুজব নাকি সত্যি?

বলিউড ইন্ডাস্ট্রির সফল ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম ‘ধুম’। ‘ধুম’ মানেই ফিউচারিস্টিকধর্মী গল্প, দুর্ধর্ষ সব অ্যাকশন এবং মারকাটারি সংলাপ।

এখনও পর্যন্ত নির্মিত হয়েছে ছবিটির তিনটি কিস্তি। যার প্রতিটি ছিলো ব্লকবাস্টার হিট। ফলে এখন সকলেই অপেক্ষায় রয়েছে এর চতুর্থ কিস্তির জন্য।

এদিকে, ‘ধুম ফোর’ নিয়ে প্রায় সময়ই শোনা যায় নানা খবর। তবে প্রতিবারই সেসব মিথ্যা হয়। সম্প্রতি এই ছবিটি নিয়ে শোনা গেলো আরও একটি গুঞ্জন।

শোনা যাচ্ছে, ‘ধুম ফোর’-এ অভিনয় করতে যাচ্ছেন সালমান খান ও অক্ষয় কুমার। তবে এই খবরটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করলেন অক্ষয় নিজেই।

ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলিউডের এই খিলাড়ি তারকা জানান, বিষয়টি তার কানে গিয়েছে। তবে তিনি ব্যক্তিগতভাবে এটুকু বলতে পারেন যে ‘ধুম ফোর’ নিয়ে যে খবর শোনা যাচ্ছে তা পুরোপুরি মিথ্যা খবর। শুধুমাত্র গুজব!

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ